বিনোদন ডেস্ক : জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান ও জনপ্রিয় চিত্রনায়িকায় পূর্ণিমা জুটির প্রথম চলচ্ছিত্র 'টু বি কন্টিনিউড' মুক্তির প্রতীক্ষায় রয়েছে। এ বছরই চলচ্চিত্রটি মুক্তি পেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
পরিচালক ইফতেখার আহমেদ ফাহমি চার বছর আগে 'টু বি কন্টিনিউড' চলচ্চিত্রটির কাজ শুরু করেছিলেন। তবে অনিশ্চয়তার মুখে পড়েছিল ছবিটির ভবিষ্যৎ। সম্প্রতি ছবিটির এক ঝলক প্রকাশ করেছেন এ ছবির পরিচালক। এর ফলে ছবিটি এখন আবারও আলোচনায় চলে এসেছে।
এদিকে ছবিটি এখন মুক্তি ব্যাপারেও আগ্রহী হয়ে উঠেছে এর প্রযোজক ইমপ্রেস টেলিফিল্ম।
ছবিটির দৃশ্যের রঙ, ফ্রেম, গান নিয়ে মিডিয়া পাড়ায় চলছে ইতিবাচক-নেতিবাচক আলোচনা। তবে যে গান শোনা যাচ্ছে সেটি দিবেন না পরিচালক নতুন ভার্শন যাবে গানের। ফুটেজের ক্ষেত্রেও তাই হবে বলে জানিয়েছেন পরিচালক।
২৯ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন