বিনোদন ডেস্ক : দীর্ঘদিন কারাভোগের পর ২৫ ফেব্রুয়ারি জেল থেকে ছাড়া পেয়েছেন বলিউডের মুন্না ভাইখ্যত সঞ্জয় দত্ত। তার মুক্তির খবরে বলিউডে বন্ধু-বান্ধব সহ অনুরাগিরা দেখা করতে ছুটে যান তার বাড়িতে। তবে এসময় যেতে পারেন নি বলিউড বাদশা। তাতে কি!
বাদশা ঠিকই গিয়েছেন। একেবারে বাদশায়ী মেজাজেই তিনি সঞ্জয় দত্তের বাড়ি হাজির হন তার দলবল সহ। যা দেখে সঞ্জয়ও অবাক। কারণ তিনি আসছেন তা আগে বলেন নি।
গতকাল (রোববার) রাত তিনটায় সঞ্জয় দত্তের বান্দ্রার ইম্পেরিয়াল হাউসে চলে আসেন বলিউড বাদশা শাহরুখ খান। সেখানে মুন্না ভাইয়ের সঙ্গে অন্তত দুই ঘন্টা কথা বলেন তিনি। তারপর ভোররাতে বিদায় নেন।
গত রাতে শুধু শাহরুখ খানই সঞ্জয়ের সঙ্গে দেখা করতে আসেননি। বরং শাহরুখের আগে একই বাড়িতে সঞ্জয়ের সঙ্গে দেখা করে গেছেন তারই নিকটতম বন্ধু সুনীল শেঠি, জ্যাকি শ্রফ, আর মাধবান এবং ইয়ু ইয়ু হানি সিংয়ের মত তারকা অভিনেতারা।
প্রসঙ্গত, দীর্ঘ পাঁচ বছর কারাবাস শেষে ২৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার পুনের ইয়ারওয়াদা জেল থেকে মুক্তি পেলেন বলিউডের ‘মুন্না ভাই’ খ্যাত এই সুপারস্টার। মুম্বাইয়ে ১৯৯৩ সালে সিরিজ বোমা হামলায় ব্যবহৃত অস্ত্র কেনার দায়ে দণ্ডিত হয়েছিলেন তিনি।
২৯ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন