বিনোদন ডেস্ক : প্রতীক্ষার অবসান। অবশেষে অস্কার পেলেন লিওনার্দো ডি ক্যাপ্রিও। তিনি এবার অস্কার পাবেন কিনা, সেটা নিয়েই যাবতীয় আগ্রহ ছিল মানুষের। লিওনার্দোর নিজেরও বোধহয়। বারবার খালি হাতে ফিরতে হচ্ছিল। কিন্তু এবার আর তেমন নয়। রেভেন্যান্ট ছবির জন্য অবশেষে সেরা অভিনেতার সম্মান পেলেন লিও।
তবে এর আগে এই বিভাগে পাঁচবার মনোনিত হয়ে একবারও পাননি অস্কার। টাইটানিক ছবি মাতিয়ে দিয়েছেন যিনি, আর তিনি কিনা এখনো অস্কার ঘরে তুলতে পারেন নি। আর এই জন্য টাইটানিকে তার সহ অভিনেত্রীরও খোভ ছিলে এই নিয়ে। তবে অবশেষে সেরা হয়েই ঘরে ফিরলেন সেরা ছেলেটি। আর সেরা অভিনেত্রীর খেতাব পেলেন ব্রি লার্সন। রুম ছবিতে তার অভিনয় সকলের মন জয় করেছে।
সেরা সহ অভিনেতা-অভিনেত্রী বিভাগে এবছর লড়াই ছিল হাড্ডাহাড্ডি। ক্রিড ছবির জন্য গোল্ডেন গ্লোব এবং বাফটায় সেরা সহ-অভিনেতার পুরস্কার পেলেও, অস্কারে খালি হাতে ফিরতে হল সিলভেস্টার সিলভেস্টার স্ট্যালনকে।
২৯ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই