বিনোদন ডেস্ক : একটু হালকা চালে উপদেশ দিয়ে দিলেন সঞ্জয়কে। সঙ্গে সুনীল দত্তের দেশভক্তির কথাও বললেন। ‘লাগে রাহো মুন্না ভাই’ ছবিতে চরিত্রের প্রয়োজনে সঞ্জয়কে গাঁধীগিরি করতে দেখা গিয়েছিল। তার সূত্র ধরেই শত্রুঘ্নের এমন উপদেশ দিলেন!
সঞ্জয় দত্তের এবার গাঁধীগিরি মেনে চলা উচিত। গতকাল, রবিবার শত্রুঘ্ন সিনহা ট্যুইটারে এমনটাই বলেছেন সঞ্জয়ের উদ্দেশে। সঞ্জয় জেল থেকে ছাড়া পাওয়ায় খুশি হয়েছেন বলিউডের সব তারকারাই। খুশি অভিনেতা শত্রুঘ্ন সিনহাও। তবে তিনি একটু হালকা চালে উপদেশ দিয়ে দিলেন সঞ্জয়কে। সঙ্গে সুনীল দত্তের দেশভক্তির কথাও বললেন।
উল্লেখ্য, ‘লাগে রাহো মুন্না ভাই’ ছবিতে চরিত্রের প্রয়োজনে সঞ্জয়কে গাঁধীগিরি করতে দেখা গিয়েছিল। তার সূত্র ধরেই শত্রুঘ্নের এ হেন উপদেশ!
২৯ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই