বিনোদন ডেস্ক : গত বছরে নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ঘোষণা দিয়ে রেখেছিলেন যে তিনি এবার নির্মাণ করবেন 'নো ল্যান্ডস ম্যান' নামের একটি ছবি। কিন্তু সে ছবির আগে সবাইকে চমক দেখিয়ে হঠাৎই আরো একটি নতুন ছবির ঘোষণা দিলেন তিনি।
ফারুকীর নতুন এই ছবির নাম 'ডুব'। যার ইংরেজি নাম 'নো বেড অব রোজেস'। ছবিতে অভিনয় করবেন বলিউডের জনপ্রিয় অভিনেতা ইরফান খান। তারসঙ্গে দেখা যাবে নুসরাত ইমরোজ তিশা, কলকাতার জনপ্রিয় অভিনেত্রী পার্ণো মিত্র, রোকেয়া প্রাচী, ব্রাত্য বসু এবং নাদের চৌধুরির মত অভিনেতাকে।
গত বছরে নির্মাতা ফারুকী ঘোষণা দিয়ে রেখেছিলেন যে তিনি এবার নির্মাণ করবেন 'নো ল্যান্ডস ম্যান' নামের একটি ছবি। যেখানে অভিনয় করার কথা শোনা গিয়েছিল বলিউডের 'গ্যাংস অব ওয়াসিপুর' খ্যাত তারকা অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকীর।
নির্মাণের আগেই ছবিটি দক্ষিণ এশিয়ার ফিল্ম বাজারে সেরা প্রজেক্টের পুরস্কারও জিতে নিয়েছিলো। কিন্তু সে ছবির আগে সবাইকে চমক দেখিয়ে হঠাৎই আরো একটি নতুন ছবির ঘোষণা দিলেন তিনি।
ফারুকীর নতুন এই ছবির নাম 'ডুব'। যার ইংরেজি নাম 'নো বেড অব রোজেস'। ছবিতে প্রথমবারের মত অভিনয় করবেন হলিউড ও বলিউডের জনপ্রিয় অভিনেতা ইরফান খান। এছাড়াও তারসঙ্গে দেখা যাবে নুসরাত ইমরোজ তিশা, কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ও 'রঞ্জনা আমি আর আসবো না' খ্যাত অভিনেত্রী পার্ণো মিত্র, রোকেয়া প্রাচী, ব্রাত্য বসু এবং নাদের চৌধুরির মত অভিনেতাকে।
নিজের নতুন ছবিতে ইরফান খানকে যুক্ত করা প্রসঙ্গে ফারুকী বলেন, ইরফান খান কাজ করছেন আমার পরের ছবি 'ডুব'-য়ে। যার ইংরেজি টাইটেল-'নো বেড অব রোজেস'। শুধু অভিনয়ই করছেন না, তিনি ভালোবেসে ছবিটির সহ প্রযোজনাও করছেন। ইরফান খান আমার প্রিয় অভিনেতাদের একজন। তার প্রতি কৃতজ্ঞতা আমাকে ভালোবাসার জন্য।
নতুন এই ছবিটি নিয়ে দীর্ঘদিন গোপনে কাজ চালিয়ে যাচ্ছিলেন নির্মাতা ফারুকী। এ প্রসঙ্গে তিনি বলেন, 'গোপনে ছবির প্রস্তুতি নেয়া যে কতো কঠিন সেটা গত কয় মাস আমি হাড়ে হাড়ে টের পেয়েছি। অবশেষে আমি মোটামুটি প্রেস এমবার্গো থেকে মুক্ত। এবং মন খুলে আমার নতুন ছবির কথা বলতে পারি।'
আর সবকিছু চূড়ান্ত হওয়ার পরই তিনি ঘোষণাটি দিলেন। তার আগে হলিউডের বিখ্যাত সংবাদ মাধ্যম ভ্যারাইটিডটকম-এ ফারুকীর ছবিতে ইরফান খানের নিউজটি গুরত্ব সহকারে ছাপিয়েছে। যা নির্মাতা ফারুকী নিজের ফেসবুকে শেয়ার করে তারপরই নতুন ছবি 'ডুব'-এর ঘোষণা দিলেন।
নতুন ছবির জার্নিতে সবাইকে তিনি পাশে চান জানিয়ে বলেন, আপনারা পাশে থাকলে পার হয়ে যাবো দূর্গম গিরি কান্তার মরু।
ভ্যারাইটিকে দেয়া এক সাক্ষাৎকারে ফারুকীর ছবিতে অভিনয় প্রসঙ্গে ইরফান খান বলেন, যখন আমি মোস্তফার 'পিপড়াবিদ্যা' দেখেছিলাম, তখনই মূলত তার প্রতি আমার আগ্রহ জন্মেছিল। সিনেমায় তার উপস্থাপন ভঙ্গি, স্টাইল আমাকে বিমূহিত করেছে।
নতুন এই ছবিটি প্রযোজনা করছে জাজ মাল্টিমিডিয়া ও ভারতের এসকে মুভিজ। এছাড়াও সহ প্রযোজক হিসেবে আছেন অভিনতা ইরফান খান নিজেই!
১ মার্চ, ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস