মঙ্গলবার, ০১ মার্চ, ২০১৬, ১১:৫০:৩৭

কে এই শিকারী? যার জন্য কলকাতা থেকে ঢাকায় আসছেন শ্রাবন্তী

 কে এই শিকারী? যার জন্য কলকাতা থেকে ঢাকায় আসছেন শ্রাবন্তী

বিনোদন ডেস্ক : সব কিছুই ঠিকঠাক। ঢাকাই সিনেমার কিং শাকিব খানের সাথে অনস্ক্রিন প্রেম করবেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী। অার সেই প্রেম করার জন্যই আগামী ৭ মার্চে ঢাকা আসছেন কলকাতার জনপ্রিয় এ অভিনেত্রী।

বাংলাদেশের প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া ও এসকে মুভিজের প্রযোজিত ছবি ‌‘শকারী’তে শাকিব আর শ্রাবন্তীর রোমান্স দেখতে পাবে দুই বাংলার সিনেপ্রেমিরা। আর এ ছবির শুটিং এ অংশ নিতেই শ্রাবন্তী ঢাকায় আসছেন। এবার তিনি প্রথম পা রাখছেন ঢাকায়। আর শাকিব খান এ ছবির মাধ্যমই প্রথম কোন যৌথ প্রযোজনার ছবিতে অভিনয় করছেন।

এদিকে জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ জানিয়েছেন, ৭ই মার্চ শ্রাবন্তী ঢাকায় আসবেন। এটা তিনি আমাদের নিশ্চিত করেছেন। এসকে মুভিজের একটি দল এরই মধ্যে বাংলাদেশে এসেছে। শ্রাবন্তী এলেই আমরা রাজধানীর একটি অভিজাত হোটেলে এ ছবির শুভ মহরত ঘোষণা করব।

ছবিটি পরিচালনা করবেন বাংলাদেশ থেকে সীমান্ত এবং ওপার বাংলার পরিচালক জয়দেব। তবে ভিসা জটিলতার কারণে জয়দেব মহরতে উপস্থিত হতে পারবেন না বলে জানায় ঢাকার ছবির প্রযোজনা প্রতিষ্ঠান জাজ।

‘শিকারী’ ছবিতে আরও বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন মিশা সওদাগর, লিলি চক্রবর্তী, রেবেকা পারভীন, আলেকজান্ডার বো, সুব্রত ও সব্যসাচী চক্রবর্তী।   
১ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে