বিনোদন ডেস্ক : বিশ্বজুড়েই বলিউড বাদশা শাহরুখ খানের ভক্তর অভাব নেই। অসংখ্য ভক্ত আর অনুরাগি রয়েছে তার। কিন্তু এই সুপারস্টারের ভক্ত যদি হয় আরেক সুপারস্টার! তাহলে তো সোনায় সোহাগা। তাই নয়।
সম্প্রতি এমনই দেখা গেল যে, শাহরুখ খানের ভক্ত সালমান খান। শাহরুখ-সালমানের শত্রুতা নিয়ে নানা সময় গুঞ্জন শোনা গেলেও, সালমান জানিয়ে দিলেন শাহরুখের ভক্ত তিনি।
২৯ ফ্রেব্রুয়ারি প্রকাশ পেয়েছে শাহরুখ খান অভিনীত ফ্যান সিনেমাটির ট্রেইলার। আর ট্রেইলার দেখেই শাহরুখের ভক্ত হয়ে গেছেন সালমান। মাইক্রোব্লগিং সাইট টুইটারে এমনটাই লিখেছেন এ তারকা।
সালমান লিখেছেন, ‘শাহরুখ খানের একজন ভক্ত সালমান খান।’ পাশাপাশি ফ্যান সিনেমার ট্রেইলারও প্রকাশ করেন সালমান খান। যা সত্যিই সালমান খানের মহানুভবতা।
১ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন