বিনোদন ডেস্ক : হলিউড অভিনেত্রী সালমা হায়েক তার পোষ্য কুকুরের বিচার দাবী করেছেন। কিছুদিন আগে এই অভিনেত্রীর খামারবাড়ির বাইরে পাওয়া যায় তার পোষ্য জার্মান শেফার্ডের মৃতদেহ।
এদিকে বিশ্বজুড়েই তার খ্যাতি রয়েছে পশুপ্রেমী হিসেবে। তার একাধিক পোষ্যও রয়েছে। খুন হওয়া পোষ্য তার ৯ বছরের সঙ্গী। আর এই কুকুরের শোকে এখন কাতর বিশ্ব কাঁপানো এই অভিনেত্রী।
কারণ, দিন কয়েক আগেই খুন হয়েছে তার প্রিয় সঙ্গী মোৎসার্ট। আর এ খুনে অভিযুক্ত সালমা হায়েকের প্রতিবেশী। গোটা ঘটনার তদন্ত করছে ওয়াশিংটন পুলিশ।
সিয়াটেল শহর থেকে ৭০ কিলোমিটার দূরে সালমার খামার বাড়ি। দিন কয়েক ওই খামারবাড়ির বাইরে বছর ৯-এর জার্মান শেফার্ড মোৎসার্টের গুলিবিদ্ধ দেহ মেলে।
পুলিশি তদন্তে জানা গিয়েছে, প্রতিবেশীর কুকুরকে আক্রমণ করেছিল মোৎসার্ট। নিজের কুকুরকে বাঁচাতে শট গান দিয়ে ওই ব্যক্তি মোৎসার্টকে গুলি করেন।
ওই প্রতিবেশীর দাবি, মোৎসার্টকে খুনের কোনও উদ্দেশ্য ছিল না। ঘটনার সময় খামারবাড়িতে ছিলেন না সালমা। ঘটনা জানতে পারার পর থেকে নাওয়া-খাওয়া ছেড়েছেন হলিউড অভিনেত্রী। ওয়াশিংটন পুলিশের কাছে সুবিচার চেয়েছেন সালমা।
১ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন