মঙ্গলবার, ০১ মার্চ, ২০১৬, ০১:৪০:৩২

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে মান্নার শেষ ছবি

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে মান্নার শেষ ছবি

বিনোদন ডেস্ক : অবশেষে মুক্তি পেতে যাচ্ছে প্রয়াত নায়ক মান্না অভিনীত শেষ ছবি ‘লীলামন্থন’। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী ২৫ মার্চ ছবিটি মুক্তি পাবে বলে জানা গেছে।

এমন খবর নিশ্চিত করেছেন ‘লীলামন্থন’ ছবির পরিচালক জাহিদ হোসেন। তিনি জানিয়েছেন, সবকিছু ঠিক থাকলে চলতি মাসের ২৫ তারিখেই ঢাকাসহ দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে দেখা যাবে তুমুল জনপ্রিয় এই নায়কের মুক্তিযুদ্ধবিষয়ক ছবিটি।

জানা গেছে, গত বছর ধরে সেন্সর বোর্ডে আটকে ছিলো ছবিটি। ২০০৫ সালে এর দৃশ্যধারণ শুরু হয়েছিলো ‘লীলামন্থন’-এর। এরপর ছবির কাজ ৯০ শতাংশ শেষ করার পর মারা যান মান্না। এরপর ২০১১ সালে যাবতীয় কাজ শেষ করে সেন্সর বোর্ডে জমা দেওয়া হয় ছবিটি।

এরমধ্যে সেন্সের বোর্ডে কেটেছে আরো পাঁচ বছর। বিভিন্ন মন্ত্রণালয়, সেন্সর বোর্ড ও মুক্তিযোদ্ধা সংসদে ঘুরতে ঘুরতে কেটে গেছে পাঁচ বছর। কারণ দুটি ‘আপত্তিকর’ দৃশ্য ও ‘স্পর্শকাতর’ সংলাপ থাকার অভিযোগে সেন্সর বোর্ড আটকে দিয়েছিল মান্না অভিনীত এ ছবিটি।

মান্না ছাড়াও এ ছবিতে আরও অভিনয় করেছেন, মৌসুমী, পপি, শাহনূর, মুক্তি, দীঘি, বাপ্পারাজ, আলীরাজ, আনোয়ারা, শহিদুল আলম সাচ্চু, মিশা সওদাগরসহ একঝাঁক তারকা।
১ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে