বিনোদন ডেস্ক : না না করতে করতে অবশেষে বিয়েটা করেই ফেললেন বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা। কোন রকম আনু্ষ্ঠানিকতা ছাড়াই হুট করে তিনি ২৯ ফেব্রুয়ারি বিয়ে করেন। আর তার মূল কারণ হচ্ছে লিপ ইয়ার। অর্থাৎ তিনি চাচ্ছেন, তার বিয়েটা স্মরণীয় হয়ে থাকুক।
জানা গেছে, সোমবার ছিল ২৯ ফেব্রুয়ারি ছিল ইংরেজি লিপ-ইয়ার। এ দিনটি চার বছর পর পর ফিরে আসে। যা অনেকের কাছেই খুব গুরুত্বপূর্ণ এই দিনটি। যার কারণে এই গুরুত্বপূর্ণ দিনটিকে স্মরণীয় করে রাখতেই তিনি বিয়ের জন্য এ দিনটি বেছে নিয়েছেন।
তা প্রীতি বিয়ে করলেন কাকে? এ সম্পর্কে জানতে গিয়ে জানা গেছে, যুক্তরাষ্ট্রের এনলাইন এনার্জি নামের একটি জলবিদ্যুৎ প্রতিষ্ঠানের সহসভাপতি জেনে গুডেনাফকে প্রীতি বিয়ে করেছেন। গুডেফের সাথে যুক্তরাষ্ট্রে ভাইয়ের বাসায় বেড়াতে গিয়ে প্রীতির পরিচয়।
জানা গেছে, আমেরিকায় এক গির্জায় খ্রিস্টান ধর্মমতে বিয়ে করেছেন প্রীতি জিনতা। যা একদমই সাদামাটা ঘরোয়াভাবে। তবে মুম্বাই ফিরে হিন্দু রীতিতে পুনরায় মালাবদল করবেন ৪১ বছর বয়সী এ অভিনেত্রী। আর এখানেই হবে আনু্ষ্ঠানিকতা।
এখানে তিনদিন ধরে তাদের বিয়ের অনুষ্ঠানের ঘোষণা দেন তিনি। আর এতে দাওয়াত পাবেন বলিউডের ঘনিষ্ঠ বন্ধু ও সহকর্মীরা। মণীশ মালহোত্রার পোশাকে দেখা যাবে তাকে।
১ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন