মঙ্গলবার, ০১ মার্চ, ২০১৬, ০৩:৫৩:৪৩

এবার মমতাকে নিয়ে তৈরি হল সিনেমা

এবার মমতাকে নিয়ে তৈরি হল সিনেমা

বিনোদন ডেস্ক : সিনেমার প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের ঝোঁক অনেক আগের থেকেই। যার কারণে তার ডানে ও বাঁয়ে সিনেমার জনপ্রিয় মুখ রয়েছেন। তার সাংসদ-বিধায়কদের তালিকাতেও নায়ক-নায়িকাদের ছড়াছড়ি।

আর তাই তো সিনেমা প্রেমি এমন  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়েই তৈরি হয়ে গিয়েছে ‘বাঘিনী’ শিরোনামে একটি সিনেমা। যা আগামী এপ্রিলেই মুক্তি পাবে বলে জানা গেছে।

এদিকে সম্প্রতি মুক্তি পেয়েছে ‘বাঘিনী’-র ট্রেলর। পরিচালক নেহাল দত্তের দাবি, ‘দৃঢ়চিত্ত একজন মহিলা সংগ্রাম করে কী করে একের পর এক বাধা অতিক্রম করে শীর্ষে পৌঁছতে পারেন, তা-ই দেখানো হয়েছে ছবিতে’। তবে ছবিটি মমতা বন্দ্যোপাধ্যায়ের বায়োপিক নয় বলে দাবি তার।

ছবিতে ব্যবহার হয়নি বাস্তবের কোনও ব্যক্তি বা দলের নাম। পরিচালকের দাবি, মুখ্যমন্ত্রীকে নিয়ে ছবি হলেও রাজনীতির কচকচানি নেই তাতে। বিতর্ক থেকে দূরত্ব বজায় রাখতেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন তিনি।

ছবিতে মমতা বন্দ্যোপা্ধ্যায়ের চরিত্রের নাম ইন্দিরা বন্দ্যোপাধ্যায়। সেই চরিত্রে অভিনয় করেছেন রুমা চক্রবর্তী। পরনে তৃণমূলনেত্রীর অনুকরণে সাদা শাড়ি, পায়ে হাওয়াই চটি। ছবির কাজ প্রায় শেষ, তাই এপ্রিলেই ছবি মুক্তি পাবে বলে আশাবাদী পরিচালক।

১৯৮৪ সালের লোকসভা নির্বাচনে দক্ষিণ কলকাতায় মমতা বন্দ্যোপাধ্যায়ে বিপুল জয় দিয়ে শুরু হচ্ছে ছবির গল্প। পরিচালকের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর বহু বছর গবেষণার পর তৈরি হয়েছে ‘বাঘিনী’। সংবাদপত্রের প্রতিবেদন, আত্মজীবনি ও ভিডিও ক্লিপিংস দেখে আঁকা হয়েছে মুখ্যমন্ত্রীর চরিত্রটিকে।
১ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে