বিনোদন ডেস্ক : বলিউডে বিতর্ক যার পিছু ছাড়ে না তার নাম সানি লিওন। একটা যদিও বা যায়, অন্য কিছু এসে পড়ে। তবে সানি কিন্তু দমবার পাত্রী নন। সমালোচকদের হালকাভাবে জবাব দিয়ে দিয়েছেন তিনি।
সানি লিয়নের “সুপার হট সানি মর্নিং”-এর DVD লঞ্চের সময় তাকে প্রশ্ন করা হয়েছিল, রাজনীতিবিদরা যখন তার বিরুদ্ধে মন্তব্য করছিলেন, তখন সানি কীভাবে নিজেকে শান্ত রেখেছিলেন? উত্তরে সানি বলেন, “যখন কেউ খারাপ কথা বলে বা আপনাকে টেনে নিচে নামাতে চায়, আপনি পড়ে যেতে পারেন। কিন্তু, সেটাই শেষ নয়। সেখান থেকে আপনাকে উঠে দাঁড়াতে হবে। মুখে হাসি ফুটিয়ে তুলতে হবে। আর আমিও ঠিক সেটাই করে চলেছি।
২৩ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/এসএস/এসবি