মঙ্গলবার, ০১ মার্চ, ২০১৬, ০৬:০৪:৪০

রণবীর-ক্যাটরিনার বিচ্ছেদ নিয়ে যা বললেন নীতু সিং

রণবীর-ক্যাটরিনার বিচ্ছেদ নিয়ে যা বললেন নীতু সিং

বিনোদন ডেস্ক : রণবীর ও ক্যাটরিনার ব্রেকআপ নিয়ে নানা মুখে নানা গল্প শোভা পাচ্ছে। শোনা যাচ্ছে ভিন্ন ভিন্ন কথা। কেউ কেউ এ ব্রেকআপের পিছনে রণবীর কাপুরের মা নিতু সিংকেই দোষছিলেন। কিন্তু এতদিন এ নিয়ে তিনি কোন কথাই বলেননি। তবে এবার এ বিষয়ে মুখ খুললেন রণবীর কাপুরের মা নিতু সিং।

জানা গিয়েছিল, রণবীর ক্যাটরিনার সম্পর্কের গোড়ার দিকে ক্যাটরিনাকে নিয়ে একেবারেই খুশি ছিলেন না নীতু সিং। তবে ধীরে ধীরে মেনে নিতেও শুরু করেছেলিন নাকি নিতু। যার ফলে কাপুর পরিবারের পারিবারিক গেট টুগেদারে দেখা যেতে থাকে ক্যাটরিনাকে। ক্রিসমাস ডিনার পার্টিতেও ছিলেন ক্যাটরিনা।

এমন কি ক্যাটরিনা ও রণবীর আলাদা করে থাকাও শুরু করেছিলেন। কিন্তু শেষমেশ এ সম্পর্কও টিকল না। এক রিয়ালিটি শোয়ে ক্যাটরিনার অংশগ্রহণ নিয়ে বিবাদের সূত্রপাত। যা গড়ায় ব্রেকআপে।

তবে এ নিয়ে এতদিন কিছুই বলেননি রণবীরের বাবা ও মা। মাঝে শোনা গিয়েছিল ক্যাটরিনার মা নাকি মেয়ের সম্পর্ক জোড়া লাগাতে উদ্যোগী হয়েছেন। ঋষি কাপুর ও নীতু সিংয়ের সঙ্গে তিনি দেখা করেছিলেন বলেও খবর প্রকাশ হয়। তবে তাতে যে কাজ হয়নি রণবীর-ক্যাটরিনকে দেখেই তা বোঝা গিয়েছে।

কেন যে কাজ হয়নি তা নীতু সিংয়ের কথাতেই এবার স্পষ্ট হল। ছেলের বিচ্ছেদ নিয়ে তিনি স্পষ্ট জানালেন, ‘প্রত্যেকের আলাদা আলাদা জীবন। প্রত্যেকের সিদ্ধান্ত আলাদা। এতে আমার কী বলার থাকতে পারে?’

তার মানে রণবীরের বিচ্ছেদকেই স্বীকার করে নিলেন নিতু সিং। রণবীরের বিয়ে নিয়েও তাকে প্রশ্ন করা হলে বেশ উচ্ছ্বসিতই দেখা গিয়েছে তাকে। যদিও কোনও বিশেষ পরিকল্পনা নেই বলে জানান তিনি।
৩ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে