মঙ্গলবার, ০১ মার্চ, ২০১৬, ০৭:১৯:৩১

কারিশমা-সঞ্জয়ের বিচ্ছেদে কি বলছে আদালত?

কারিশমা-সঞ্জয়ের বিচ্ছেদে কি বলছে আদালত?

বিনোদন ডেস্ক : অনেকদিন ধরেই বনিবনা হচ্ছে না বলিউডের এক সময়কার নাম্বার ওয়ান নায়িকা কারিশমা কাপুর ও ব্যবসায়ী সঞ্জয় কাপুরের মধ্যে। সম্প্রতি তারা একে অপরের বিরুদ্ধে অভিযোগ পাল্টা অভিযোগও তুলছেন।

তারা কেউ এখন কাউকে সহ্য করতে পারছেন না। যার ফলে এসব ঘটনা শেষ পর্যন্ত গড়িয়েছে আদালতও। তবে আদালত কি বললেন এই তারকা দম্পতিকে?

সম্প্রতি তারা বিবাহবিচ্ছেদের পথ বেছে নিয়ে দ্বারস্থ হয়েছেন আদালতের। কিন্তু আদালত বলছে, বন্ধু হোন, আর সমঝোতার মাধ্যমে দূর করুন দাম্পত্য বিবাদ! ডিভোর্স পিটিশনে সঞ্জয় কাপুরের শুনানি শেষে এই পরামর্শ দেন ভারতের সুপ্রিম কোর্টের বিচারক একে সিক্রির বেঞ্চ।
 
২০০৩ সালে ধনাঢ্য ব্যবসায়ী সঞ্জয় কাপুরের সঙ্গে কারিশমা কাপুরের বিয়ে হয়। বিয়ের কয়েক বছর পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। গেল এক বছর ধরে তারা আলাদা বাসায় বসবাস করছেন।
৩ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে