বিনোদন ডেস্ক : অনেকদিন ধরে চলছিল এমন জল্পনা। অবশেষে সেই জল্পনার অবসান হল। এসেই পড়লো সেই ম্যাজিক্যাল মোমেন্ট। বিয়েটা শেষ পর্যন্ত করেই ফেললেন বলিউড সুন্দরী প্রীতি জিন্টা। কয়েক সপ্তাহ ধরেই বলিউডে প্রীতির বিয়ে বিয়ে একটা হাওয়া বইছিল। যদিও কানাঘুষো ছাড়া সে বিয়ের আর তেমন কিছুই জানা যায়নি।
সেই খবরটা সত্যি কিনা সে নিয়েও শেষ বেলা পর্যন্ত ছিল 'কনফিউশন'। অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে মার্কিম যুক্তরাষ্ট্রের এক যুবকের হাতে হাত রাখলেন বলিউড সুন্দরী প্রীতি জিন্তা। আর যে যুবককে প্রতী বিয়ে করলেন সে নাকি তার অনেক দিন আগ থেকেই চেনা এবং ভালো বন্ধু। নাম তার গেনে গুডেনাফকে।
ব্যবসায়ী নেস ওয়াদিয়ার সঙ্গে সম্পর্ক বিচ্ছেদের পর পরই শোনা গিয়েছিল লস অ্যাঞ্জেলেসের এই কোটিপতি ব্যবসায়ীর সঙ্গে জমিয়ে প্রেমে করছেন প্রীতি। তার বিয়ের খবরও হাওয়ায় ভাসছিল। শোনা যাচ্ছিল ফেব্রুয়ারির শেষের দিকেই নতুন এই বয়ফ্রেন্ডের সাথে সাত পাকে বাঁধা পড়বেন তিনি। সেই কথামতোই ২৯ ফেব্রুয়ারি লস অ্যাঞ্জেলেসেই বিয়ের পর্ব সেরে ফেললেন প্রতী।
তবে এখনো এই নব দম্পতির দেখা পাওয়া না গেলেও ছবি পাওয়া গেল সেই মণ্ডপের যেখানে বিয়ে করলেন প্রীতি। লস অ্যাঞ্জেলসের বেভারলি হিলসে আয়োজন করা হয়েছিল বিয়ের। লাল, সাদা ও গোলাপি রঙয়ের এই সুন্দর মণ্ডপ থেকে দেখা যাচ্ছিল প্রায় গোটা লস অ্যাঞ্জেলস।
উল্লেখ্য, খুব বেশি লোক জানিয়ে নয়, বরং বেশ গোপনীয়তার সঙ্গেই বিয়েটা করলেন প্রীতি জিন্তা। বিয়েতে দুই পরিবারের কয়েকজন মানুষ শুধু উপস্থিত ছিলেন। শোনা যাচ্ছে কয়েকদিন পর দেশে ফিরে বড় করে পার্টি দিয়ে বিয়ে সেলিব্রেট করবেন তিনি। আর সেখানে উপস্থিত থাকতে চলেছেন বলিউডের একঝাঁক তারকা।
০১ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই