বিনোদন ডেস্ক : বলিউড বাদশা শাহরুখ খান অভিনীত চলতি বছরের আলোচিত ছবি ‘ফ্যান’। ছবিটি নিয়ে এরই মধ্যে আনেক আলােচনা শুনা যাচ্ছে। এই সিনেমাটির মাধ্যমেই প্রকাশ পেয়েছে শাহরুখ খানের অনুরাগী সংখ্যা কোনো অংশেই কম নয়। এরই মধ্যে জানতে পারা গিয়েছে বলিউডের এক মাত্র ব্যাচেলর খান এবং বলিউডের ম্যাচো হিরো খ্যাত সালমান খানও নাকি কিং খানের অনেক বড় ফ্যান।
সালমান জানালেন, তিনিও শাহরুখ খানের অনেক বড় একজন ফ্যান। এক কথায় বলা যায় নম্বর ওয়ান ফ্যান! শাহরুখের আগামী সিনেমা ‘ফ্যান’-এর ট্রেলার ট্যুইটারে শেয়ার করে এ কথা জানিয়েছেন এই ব্যাচেলর খান সালমান।
এই প্রথম ‘বাজরাঙ্গি ভাইজান’ সিনেমার নায়ক শাহরুখের সিনেমা প্রোমোট করছেন না। এর আগেও ‘দিলওয়ালে’ সিনেমাটির মুক্তির আগে সালমান একাধিক প্রোমোশনাল ট্যুইট ডাবস্ম্যাশ ভিডিও পোস্ট করেছিলেন। শাহরুখও সালমানের ‘প্রেম রতন ধন পায়ো’ সিনেমাটির টাইটেল ট্রাকের ভিডিও করেছিলেন।
উল্লেখ্য, আগামী ১৫ এপ্রিল ‘ফ্যান’ মুক্তি পাবে।
০১ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই