মঙ্গলবার, ০১ মার্চ, ২০১৬, ১১:১৭:৫৪

বন্ধ ফ্ল্যাট থেকে উদ্ধার পরিচালকের মৃতদেহ

বন্ধ ফ্ল্যাট থেকে উদ্ধার পরিচালকের মৃতদেহ

বিনোদন ডেস্ক : পরিচালকের রহস্যমৃত্যু। ফ্ল্যাটে উদ্ধার হল মালয়ালম পরিচালক মোহনরূপের দেহ। মঙ্গলবার দুপুরে কেরালার ত্রিশূরে তার থাকার ঘর থেকেই উদ্ধার হয় ৫৭ বছর বয়সি পরিচালকের দেহ। মিশন কোয়ার্টার্স-এর ওই ফ্ল্যাটে একাই থাকতেন মোহনরূপ।

এদিন দুপুরে ব্যালকনিতে মোহনরূপের দেহ পড়ে থাকতে দেখেন প্রতিবেশীরা। দেহের পা দুটি বাইরের দিকে ছিল। খবর দেয়া হয় পুলিশকে। পুলিশের প্রাথমিক অনুমান, হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে পরিচালকের। যদিও ময়না তদন্তের রিপোর্ট হাতে না পাওয়া পর্যন্ত কিছু বোঝা যাচ্ছে না। প্রতিবেশীদের বক্তব্য, আগেও একবার হার্ট অ্যাটাক হয়েছিল মোহনরূপের।

১৯৮৪ সালে মালয়ালম ছবি 'ভেট্টা' দিয়েই পরিচালনার শুরু। প্রথম ছবিই ব্যাপক হিট করে। এছাড়া তার অন্যান্য হিট ছবিগুলি হল 'নুল্লিনোভক্কাথে', 'ভরসঙ্গল পয়াথারিয়াতে', 'শিল্পী' প্রভৃতি।

মোহনরূপের স্ত্রী প্রায় চার বছর আগেই মারা গিয়েছেন। এক ছেলে কোল্লামে পড়াশোনা করছেন এবং এক মেয়ে সে ত্রিশূরেই একটি হোস্টেলে থাকেই লেখাপড়া করেন।
০১ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে