বুধবার, ০২ মার্চ, ২০১৬, ০২:৫৪:০০

নোবেল জয়ী কৈলাশের সাথে হানিফ সংকেত

নোবেল জয়ী কৈলাশের সাথে হানিফ সংকেত

বিনোদন ডেস্ক : বিশিষ্ট শিশু অধিকার কর্মী ও নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ব্যক্তিত্ব কৈলাশ সত্যার্থী এবং বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব ও উপস্থাপক হানিফ সংকেত সমপ্রতি ভারতের রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন।

শিশু ও তরুণদের নির্যাতনের বিরুদ্ধে অবস্থান গ্রহণ এবং শিশু শিক্ষা বিস্তারের কারণে ২০১৪ সালে তাকে শান্তিতে নোবেল পুরস্কার দেয়া হয়।

মানুষের মূল্যবোধ জাগ্রত করা, শিশু অধিকার নিশ্চিত করা, অসহায় ও দরিদ্র মানুষের কল্যাণে ব্যাপকভাবে কাজ করা এবং সমাজের বিত্তশালী ব্যক্তিদের কিভাবে এ ধরনের কাজে আরও উদ্বুদ্ধ করা যায়- এসব বিষয়ে তারা মতবিনিময় করেন।

সর্বস্তরের মানুষের কাছে গ্রহণযোগ্যতা, তিন দশকেরও বেশি সময় ধরে জনপ্রিয়তার শীর্ষে অবস্থান, শিক্ষা, তথ্য ও মানবিক প্রতিবেদন, মানুষকে সচেতন ও উদ্বুদ্ধ করার কাজে সাফল্যজনক ভূমিকা রাখায় কৈলাশ সত্যার্থী ‘ইত্যাদি’র ভূমিকার প্রশংসা করেন এবং হানিফ সংকেতকে ধন্যবাদ জানান।

হানিফ সংকেত বলেন, আসলে যারা এ নিষ্ঠুর শিশু নির্যাতন এবং হত্যাযজ্ঞ চালায় তারা মানুষ নয়, মানুষ নামধারী পশু। শিশু অধিকার নিশ্চিত করার জন্য আমাদের এখানেও কৈলাশ সত্যার্থীর ‘বাচপান বাঁচাও আন্দোলন’-এর মতো কার্যকর উদ্যোগ গ্রহণ করা উচিত। এই মুহূর্তে আমাদের দেশে শিশু নির্যাতন একটি গুরুত্বপূর্ণ সমস্যা। সবাইকে সম্মিলিতভাবে এই শিশু নির্যাতন প্রতিরোধে এগিয়ে আসতে হবে। শিশুদের জন্য নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে হবে- আমাদেরই প্রয়োজনে। হানিফ সংকেত কৈলাশ সত্যার্থীর আন্তরিকতা ও ব্যবহারের ভূয়সী প্রশংসা করেন। হানিফ সংকেতের মাধ্যমে এ নোবেল বিজয়ী ‘ইত্যাদি’র দর্শকদের শুভেচ্ছা জানান। এম.জমিন
২ মার্চ, ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে