বিনোদন ডেস্ক : ভারতের অসহিষ্ণুতার প্রশ্নে মন্তব্য করে কম ঝামেলায় পোহাতে হয়নি বলিউড বাদশা শাহরুখ খানকে। আর সেজন্য তিনি এখন মন্তব্য না করে নীরব থাকার পক্ষেই মত প্রকাশ করছেন।
এদিকে নতুন ছবি ‘ফ্যানে’র ‘ট্রেলার’ প্রকাশের অনুষ্ঠানে শাহরুখকে আরও একবার অসহিষ্ণুতা নিয়ে প্রশ্ন করা হয়। জবাবে সাবধানী শাহরুখ বলেন, ‘বাক্স্বাধীনতা মানে কিন্তু চুপ করে থাকার অধিকারও।’
আগামী ১৫ এপ্রিল শাহরুখের ‘ফ্যান’ মুক্তি পাওয়ার কথা। সম্ভবত সে কারণেই আর কোনও বিতর্কে জড়াতে চান না শাহরুখ। তিনি গতকাল বলেছেন, ‘মুম্বই ইন্ডিয়ানস আর কেকেআরের মধ্যে খেলা হলে আমি শুধু একটাই মন্তব্য করি, আউট! এর মধ্যে ঢুকি না। এ ক্ষেত্রেও এর মধ্যে ঢুকতে চাই না।’
এদিকে শাহরুখের এমন মন্তব্যের দিনই নয়াদিল্লিতে বিজেপি সভাপতি অমিতের বাড়িতে ঐশ্বরিয়া রাই বচ্চনের নতুন ছবি ‘সর্বজিতে’র পোস্টার প্রকাশ করা হয়। সেখানে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গডকড়ীও।
‘দেশবিরোধী’ স্লোগান দেওয়ার অভিযোগে ধৃত জেএনইউয়ের তিন ছাত্রকে নিয়ে যখন দেশজুড়ে বিতর্ক-আন্দোলন চলছে, সেই সময় বিনোদনের অনুষ্ঠানকেও দেশপ্রেমের বার্তা দেওয়ার জন্যই ব্যবহার করলেন দুই বিজেপি নেতা।
পাকিস্তানের জেলে নিহত সর্বজিৎ সিংহের (চর সন্দেহে ধৃত) জীবন নিয়ে তৈরি ছবিতে তার দিদি দলবীর কওরের ভূমিকায় অভিনয় করেছেন ঐশ্বরিয়া। পোস্টার প্রকাশ করে অমিত বলেন, ‘ছবিটি এমন একজনকে নিয়ে তৈরি, যিনি দেশের জন্য তার জীবন দিয়েছেন। আশা করব, এই বার্তা দেশের প্রতিটি কোণায় পৌঁছবে।’ গডকড়ীর কথায়, ‘সর্বজিৎ-দলবীরের লড়াইয়ের কথা সকলের জানা উচিত।’
তবে ঐশ্বরিয়া অবশ্য কোনও বিতর্কে যাননি। তিনি শুধু বলেছেন, ‘দলবীরকে আমি শ্রদ্ধা করি। ওর চরিত্রে অভিনয় করতে পেরে আমি সম্মানিত।’
কিন্তু ছবির পোস্টার প্রকাশ বিজেপি সভাপতির বাড়িতে কেন?
এ প্রসঙ্গে পরিচালক উমঙ্গ কুমারের (‘মেরি কম’ খ্যাত) জবাব, ‘ছবিটি রাজনীতির সঙ্গে জড়িত। এই ছবির মধ্যে দিয়ে আমরা সকলকে রাজনৈতিকভাবে সচেতন করতে চাই। তাই অমিত’জির বাড়িতেই অনুষ্ঠান।’
২ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন