বিনোদন ডেস্ক : প্রেম করবেন ঢাকাই ছবির কিং শাকিব খান। আর সেজন্য তিনি খুঁজে বেড়াচ্ছেন একজন পিয়া! পিয়াকে পেয়ে গেলেই শুরু করবেন তিনি। এখন অপেক্ষায় আছেন সেই পিয়ার। তিনি আশাও করছেন, খুব তাড়াতাড়ির কোন না কোন একজনকে তার পিয়া বানাতে পারবেন।
পাঠক, অন্য কিছু নিশ্চয় ভাবা শুরু করে দিয়েছেন! হয় তো কেউ কেউ ভাবছেন এতদিন পর হঠাৎ করে কেন পিয়া খুঁজছেন শাকিব খান? আবার কেউ হয় তো ভাবছেন, বিয়ে থা করবেন বোধ হয়। না। তেমন কিছু না। শাকিব খান একজন পিয়া খুঁজছেন ঠিকই। তবে সেটা তার বাস্তব জীবনের জন্য নয়।
তাহলে! কেন খুঁজছেন! প্রশ্ন তো তবে এই? বলছি, শাকিব খান তার নিজস্ব প্রযোজনা সংস্থা এস কে ফিল্মস থেকে ‘পিয়া রে’ নামে একটি সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন। আর সে ছবির জন্যই তিনি একজন পিয়ার সন্ধান করছেন। আর সে পিয়া তার বিপরীতেই অভিনয় করবেন।
কিন্তু ঢাকাই ফিল্মপাড়ায় এত এত নায়িকা থাকতে হঠাৎ করে নতুন পিয়া খোঁজার কারণ কি? এ প্রসঙ্গে শাকিব খান জানিয়েছেন, ছবির গল্পকে ধরেই নতুন একটি মেয়েকে খোঁজা হচ্ছে। সম্পূর্ণ প্রেমের গল্প নিয়ে ছবিটি হবে। দর্শক ছবিটি দেখতে বসে তাদের জীবনের নায়িকা হিসেবে নতুন একটি মেয়েকে মিলিয়ে নেবেন।
তিনি আরও জানান, আগামী সপ্তাহে সংবাদ সম্মেলন করে পুরো বিষয়টি প্রকাশ করা হবে। পিয়া রে ছবিটির চিত্রনাট্য লিখেছেন আবদুল্লাহ জহির বাবু আর পরিচালনা করবেন শামীম আহমেদ রনি।
২ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন