বিনোদন ডেস্ক : ইরফান খান যেমন বলিউড, তেমন হলিউড অভিনেতা হিসেবে ব্যাপক জনপ্রিয়। বিশ্বখ্যাত সব নির্মাতাদের সাথে অভিনয় করার অভিজ্ঞতা রয়েছে তার। এবার সেই অভিনেতা প্রস্তুতি নিচ্ছেন বাংলাদেশের ছবিতে কাজ করার।
তবে অবাক করার বিষয় হচ্ছে যে, কিছু দিন আগে বিশ্বখ্যাত নির্মাতা স্পিলবার্গের ছবিতে স্কারলেট জোহানসনের সঙ্গে অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়ে তুমুল হৈ চৈ ফেলে দিয়েছিলেন এই অভিনেতা। কিন্তু এবার সেই ইরফান খানই অভিনয় করবেন বাংলাদেশের নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর ছবিতে।
সম্প্রতি মোস্তফা সরয়ার ফারুকীর নতুন ছবি ‘ডুব : নো বেড অব রোজেস’তে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন বলিউডের আলোচিত ওই অভিনেতা। আর এ জন্যই তিনি গত দুই মাস ধরে বাংলা ভাষা শিখছেন।
এ প্রসঙ্গে মোস্তফা সরয়ার ফারুকী জানান, ‘ইরফানের সঙ্গে চূড়ান্ত চুক্তি করার জন্য মুম্বাই যাব, ঢাকা এয়ারপোর্টে বসে চোখ রাখলাম পত্রিকার পাতায়। সেখানে দেখি, ‘স্পিলবার্গকে ইরফানের না’। নিউজটা পড়ে ভয় পেয়ে গিয়েছিলাম। ইরফান কি মজা করার জন্য আমাকে ডাকল? কী আছে কপালে! গেলাম এবং চুক্তি করে এলাম। শুধু তাই নয়, আমার এই ছবির সহপ্রযোজকও ইরফান।
ফারুকী আরও জানান, ভ্যারাইটি পত্রিকায় তিনি (ইরফান) বলেছেন, ‘ফারুকীর নির্মাণে শক্তিশালী মানবিক কিছু দিক থাকে। আমাকে খুব টানে।’ ‘ডুব’-এর গল্প আর নির্মাণ পরিকল্পনা তার (ইরফান) এতটাই পছন্দ হয়েছে, নিজেই প্রযোজনা করার প্রস্তাব দিলেন।
‘ডুব : নো বেড অব রোজেস’ ছবিটি দুটি পরিবারের উত্থান-পতনের গল্প। পারিবারিক জীবন কখনো কখনো নিষ্ঠুর। পরিবারের এক কর্তাব্যক্তি মারা যাওয়ার পর দুই পরিবারই বুঝতে পারে তাদের মধ্যে ভালোবাসার বুনন কত সুন্দর। মৃত্যু সব সময় দূরে নিয়ে যায় না, কাছেও নিয়ে আসে। এমন গল্প নিয়েই নির্মাণ হতে যাচ্ছে ছবিটি।
এতে বাংলাদেশের শিল্পীদের মধ্যে আছেন, তিশা, রোকেয়া প্রাচী, নাদের চৌধুরী। ভারতের পার্নো মিত্র ও ব্রাত্য বসু। ফারুকী জানিয়েছেন, ছবিটি বাংলায়ই হবে। তবে ইংরেজিও থাকবে টুকটাক। আর দুই মাস ধরে ইরফান বাংলা সংলাপগুলো শিখছেন।
২ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন