বুধবার, ০২ মার্চ, ২০১৬, ১২:৪৭:২৫

গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডের পথে সোনাক্ষী সিনহা

গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডের পথে সোনাক্ষী সিনহা

বিনোদন ডেস্ক : অভিনয় দক্ষতায় ইতিমধ্যে বলিউডে নিজের অবস্থানটা বেশ পাকা করে নিয়েছেন দাবাং কন্যা সোনাক্ষী সিনহা। আর এবার তিনি তার নাম লেখাতে চলেছেন গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডে।

ভারতীয় এক সংবাদ মাধ্যমের খবরে জানা গেছে, সব ঠিকঠাক থাকলে ৮ মার্চ গিনেজ বুুকের পাতায় নাম উঠবে সোনাক্ষীর। তবে তা সোনাক্ষীর একার চেষ্টায় নয়, তার সঙ্গে থাকবেন আরও অসংখ্য নারী।
 
‘উইমেন’স ডে’তে একসঙ্গে সব থেকে বেশি নারীকে নিয়ে নখে রং করবেন তিনি। আর এর মাধ্য দিয়েই গিনেজ বুকে নাম উঠবে ‘দাবাং’ কন্যার।
 
সোনাক্ষী জানিয়েছেন, ‘ছোট থেকেই শুনে আসছি, অমুক রেকর্ড করেছেন, ত্মুক রেকর্ড ভেঙেছেন ইত্যাদি। তখন থেকেই বুঝতাম, গিনেজ বুকে নাম ওঠা বিশেষ সম্মানের। কিন্তু আমি কখনও ভাবিনি যে, একদিন এমন এক রেকর্ডের অংশ হব আমি।’
২ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে