স্পোর্টস ডেস্ক: রাতেই শ্বশুরের মৃত্যুর খবর শুনে সবকিছু ছেড়ে স্ত্রী গৌরিকে নিয়ে মুম্বাই ছেড়ে দিল্লীতে আসেন বলিউড বাদশা শাহরুখ খান। দিল্লীতে এসেই সারা রাত সদ্য প্রয়াত শ্বশুর কর্নেল রমেশ চন্দ্র চিব্বরের মরদেহের পাশে ছিলেন তিনি।
আজ (বুধবার) সকাল সাড়ে দশটায় হিন্দু রীতি মেনে শ্বশুরকে অগ্নিসৎকারেও অংশ নেন তিনি।
গতকাল (মঙ্গলবার) রাত নয়টার দিকে হঠাৎ বুকে ব্যথা উঠে শাহরুখের শশুরের। আর তাতেই পরিবারের সদস্যরা তাকে দিল্লীর এসকর্ট হাসপাতালে নিয়ে যান। কিন্তু হাসপাতালে যাওয়ার পরই রমেশ শেষ নিশ্বাস ত্যাগ করেন। লোডি শ্মশানঘাটে আজ সকাল সাড়ে দশটার দিকে অগ্নিসৎকার হয় রমেশের।
শ্বশুরের শেষকৃত্যানুষ্ঠানে শাহরুখ খান ও গৌরি খান ছাড়াও রমেশ চন্দ্রের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বন্ধু করন যোহরসহ বলিউডের শাহরুখের আরো কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু বান্ধব।-বাংলা মেইল
২ মার্চ,২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর