বুধবার, ০২ মার্চ, ২০১৬, ০৪:৩৩:৩০

স্ত্রীর কঠিন সময়ে সব কাজ তুচ্ছ করে ছুটে এলেন শাহরুখ

স্ত্রীর কঠিন সময়ে সব কাজ তুচ্ছ করে ছুটে এলেন শাহরুখ

বিনোদন ডেস্ক : বাবাকে হারিয়ে শোকার্ত শাহরুখ খান পত্নী গৌরি খান। বাবাকে হারিয়ে তিনি যেন একেবারেই ভেঙে পরেছেন। নিজেকে ঠিক সামলাতে পারছিলেন না। এমন অবস্থা যখন গৌরি খানের, তখন ছবির কাজে ব্যস্ত ছিলেন বলিউড বাদশা শাহরুখ খান।

শাহরুখ খান বরাবরই একজন আদর্শ স্বামী। আর সেটা বিভিন্নভাবে গৌরি খানও স্বীকার করেন। তবে শাহরুখ যে সত্যি একজন আদর্শ স্বামী তা আবারও প্রমাণ করলেন তিনি স্ত্রীর কঠিন সময়য়ে সকল কাজ তুচ্ছ করে ছুটে এসে।

জানা গেছে শাহরুখ খানের শ্বশুর কর্নেল রমেশ ছিব্বার মঙ্গলবার রাতে প্রয়াত হয়েছেন। দিল্লির একটি হাসপাতালে রাত ৮.৫৫ তে প্রয়াত হন তিনি। আর এ খবর শুনে সকল কাজকর্ম ফেলে শাহরুখও ছুটে আসেন দিল্লিতে।

আজ সকালেই শাহরুখ খানের শ্বশুরের শবদাহ করা হয়েছে। সেখানে শাহরুখও তার শ্বশুরের শব বহন করে শশ্মানে নিয়ে যান। স্ত্রীকে পাশে থেকে সাহসও যুগিয়েছেন বাদশা। যা একজন আদর্শ স্বামীই বটে।
 ২ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে