বিনোদন ডেস্ক : কলকাতার মেয়ে পরন মিত্র বেশ উত্তেজিত। একদিকে বিশ্বখ্যাত অভিনেতা ইরফান খান, অন্যদিকে বাংলাদেশের গুণী নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। এই দুই গুণী মানুষের সাথে কাজের সুযোগ পেয়ে দারুণ উচ্ছ্বসিত এখন পরন।
বাংলাদেশের 'ছবিয়াল' মোস্তাফা সারওয়ার ফারুকীর নামটা সিনেমার সঙ্গে যুক্ত দুনিয়ার অনেকেই যে কেবল জানেন তাই নয়, তার কাজের সঙ্গেও তারা পরিচিত। কারণ ২০১২ সালে তার ছবি 'টেলিভিশন' বুসান ফিল্ম ফেস্টিভ্যালের শেষ ছবি ছিল। ২০১৩ সালে এশিয়া প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ডস-এ সে ছবি গ্র্যান্ড জুরি পুরস্কারও জিতেছিল।
সেই মোস্তাফার আগামী ছবিতেই পরন মিত্র স্ক্রিন শেয়ার করবেন বলিউড ও হলিউড অভিনেতা ইরফান খানের সাথে। ছবিটি দুটি ভাষায় নির্মাণ হবে। ছবিটির বাংলায় নাম 'ডুব' ও ইংরেজিতে 'বেড অফ রোজেস'।
তাহলে এ ছবি নিয়ে পরন মিত্রের এত উচ্ছ্বাসের কি আছে? আচ্ছা থাকবে না কেন? প্রথমত পরিচালক মোস্তাফা সরয়ার ফারুকী, দ্বিতীয়ত ভারত-বাংলাদেশর যৌথ প্রযোজনা এবং তৃতীয়ত, এই ছবির নায়ক ইরফান খান, যার ভারতে এবং হলিউডে অবাধ যাতায়াত।
আবার ভাষার বিচারে, যেহেতু বাংলা এবং ইংরেজি, দুই ভাষাতেই সেহেতু 'ডুব' তোলার ব্যাপার নিয়ে ভাবনাচিন্তা চলছে, তাই অন্য ভাষার দর্শকের কাছেও ছবির গ্রহণযোগ্যতা বাড়বে বলে আশা করা যায়।
ছবিতে ইরফানের পাশাপাশি অভিনয় করবেন ফারুকী স্ত্রী, বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী নুসরত ইমরোজ তিশাও। এবং পরন এই সুযোগে যথেষ্ট উত্তেজিত।
তিনি জানান, 'আমি ফারুকীর কাজ দেখেছি। সেই সূত্রেই ওর ঘরানার সঙ্গে পরিচিত। স্বভাবতই, ওর মতো পরিচালকের সঙ্গে কাজ করতে পারার সুযোগে যথেষ্ট উত্তেজিত আমি। তা ছাড়া, এটা যে আন্তর্জাতিক একটা প্রোজেক্ট, সেটাও আমার জন্য গুরুত্বপূর্ণ।' আর ইরফানের সঙ্গে স্ক্রিন শেয়ার- সেটা উত্তেজক নয়? 'ইরফান সম্বন্ধে আমি আর কী বলব। ও তো দেশের অন্যতম সেরা অভিনেতা। ওর সঙ্গে কাজ করতে পারব, সেটা ভেবেই ভালো লাগছে।
২ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন