বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমায় বর্তমান সময়ের আলোচিত নায়িকা পরীমনি শুটিং চলাকালিন আবারো গুরুতর ভাবে আহত হয়েছেন। রেললাইনের স্লিপার ট্রলি থেকে ছিটকে পড়ে ডান হাতে আঘাত পেয়েছেন তিনি। এছাড়া তার শরীরের বেশ কয়েকটি স্থানে কেটে গেছে। গতকাল মঙ্গলবার শুটিংয়ের সময় ব্যালেন্স হারিয়ে ট্রলি থেকে পড়ে গিয়ে এই দূর্ঘটনার শিকার হন নায়িকা।
চাঁদপুরে গিয়াসউদ্দিন সেলিম পরিচালিদ ‘স্বপ্নজাল’ ছবির শুটিং চলছে অনেক দিন থেকেই। আর এই ছবির শুটিং করতে গিয়েই ডান হাতে অনেক ব্যাথা পেয়েছেন তিনি। মঙ্গলবার বিকেলে এ দূর্ঘটনার পরপরই তাকেত স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে এক্সরেসহ প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এর পরই জানা যায় কোমর এবং পিঠেও যথেষ্ট আঘাত পান তিনি।
চিকিৎসক জানান, আঘাত খুব একটা মারাত্মক না হলেও, তার একটি হাত মচকে গিয়েছে। প্রচণ্ড ব্যথায় কাতর পরীমণিকে সাপোর্টিং ব্যাগে হাত ঝুলিয়ে রাখার পরামর্শ দেয়া হয়।
শেষ রাতে প্রচণ্ডভাবে মেরুদণ্ডের ব্যথা শুরুহলে তিনি সজোরে কাতরাতে থাকেন। অবশেষে আজ বুধবার, ২ মার্চ সকালে মেরুদণ্ডের ব্যথা আরও বাড়তে থাকে। শেষ পর্যন্ত অবস্থার অবনতি ঘটতে থাকলে সকাল সাড়ে ১১টার দিকে একটি বেসরকারি হেলিকপ্টারে করে উন্নত চিকিৎসার জন্য পরীমনিকে রাজধানীর অ্যাপেলো হাসপাতালে নিয়ে আসা হয়।
ঢাকায় ফেরার পরপরই এ্যাপোলো হাসপাতালে হেলথ চেকআপ করিয়েছেন পরী। তার ঘনিষ্ট সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত কোনো রিপোর্ট হাতে আসেনি। সেগুলো দেখে তারপর চিকিৎসকরা পরবর্তী সিদ্ধান্ত নিবেন।
নিজের সুস্থতা কামনা করে ভক্তদের কাছে দোয় চান এ অভিনেত্রী।
চাঁদপুরের বিভিন্ন লোকেশনে চলছে ‘স্বপ্নজাল’ ছবির চিত্রধারণের কাজ। শুটিং এর প্রথমদিন থেকেই পুরো ইউনিটের সঙ্গে সেখানে অবস্থান করছিলেন পরীমনি। পরীমনির সাথে সেখানে রয়েছেন সহ-অভিনেতা রোহানও। আর এই ঘটনায় তিনিও আহত হয়েছেন। রোহান শুধু পায়ে আঘাত পেয়েছেন।
পরীমনি আহত হয়ে ঢাকায় চলে আসলেও থেমে নেই ‘স্বপ্নজাল’ এর শুটিং। তাকে ছাড়াই অন্যান্য দৃশ্যগুলোর কাজ চলছে।
উল্লেখ্য, এর আগে ‘রানা প্লাজা’ ছবির শুটিংয়ের সময় এই একই হাতে আঘাত পান হালের আলোচিত নায়িকা পরীমনি।
০২ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই