বিনোদন ডেস্ক : বলিউড পাড়া যেন ভাঙা গড়ার খেলা লেগেই রয়েছে। সিদ্ধার্থ রায় কাপুরের সঙ্গে ইদানিং ক্যাটরিনা কাইফকে খুব ঘনিষ্ট হতে দেখা যাচ্ছে। এই ঘটনায় কারো কাছে কিছু মনে হোক বা না হোক, আলিয়া যে একটু নাক কুঁচকোবেন, তা বেশ ভালো করেই বোঝা যাচ্ছে।
রণবীর কাপুরের সঙ্গে তার ব্রেকআপ হয়েছেl এরপর থেকেই রণবীরের সঙ্গে তার প্রায় মুখ দেখাদেখি নেই বললেই চলেl তারপরেই ফিতুরের প্রমোশনে ক্যাটরিনা কাইফের সঙ্গে দেখা যায় আদিত্য রায় কাপুরকেl ক্যাটরিনার সঙ্গে আদিত্যকে দেখে অনেকেরই প্রশ্ন ছিল, রণবীরের সঙ্গে ব্রেকআপের জন্যই কি এবার সব সময় আদিত্যর সঙ্গে দেখা যাচ্ছে ক্যাটকে?
অন্যদিকে, সলমন খানের সঙ্গেও বেশ হাসিখুশি মুখে দেখা যায় ক্যাটরিনাকেl এই নিয়ে যে বলিউড পড়ায় গুঞ্জন কম হয়েছে তা কিন্তু নায়। সালমানের নামের সাথে জড়িয়ে ক্যাটরিনাকে নিয়ে শোনা গিয়েছে আনেক রকমের আপত্তিকর কথা।
তবে সব কিছু মিলিয়ে ব্রেকআপের পর ক্যাটরিনাকে মিডিয়ার সামনে মুখ বন্ধ করে রাখতে তেমনটা দেখা যায়নিl বরং খোলামেলা ভাবে সবার সাথে কথা বলতে এবং হাসি খুশি থাকতেই দেখা গিয়েছে। এর পর থেকে অবশ্য এক একবার এক একজনের সঙ্গে বেশ খোলামেলাভাবেই ক্যাটকে মিশতে দেখা গিয়েছেl
ভাবছেন তাহলে এবার কার পালা? ঠিকই ধরেছেন, ফিতুরের পর এবার 'বার বার দেখো'l আর সেখানেই ক্যাটরিনার সঙ্গে দেখা যাচ্ছে সিদ্ধার্থ মালহোত্রাকেl স্ক্রিনের বাইরে তাই, সিদ্ধার্থের সঙ্গে ক্যাটরিনাকে দেখে আর যার যা কিছু মনে হোক না কেন, আলিয়া যে একটু নাক কুঁচকোবেন, তা বেশ ভালো করেই বোঝা যাচ্ছেl
সম্প্রতি, আলিয়া ভাটের সঙ্গে সিদ্ধার্থের প্রেমটা বেশ ভালই জমে উঠেছেl আর সেই কারণেই, আলিয়াকে সাহসী পোশাকে দেখে কেআরকে যেভাবে 'বাচ্চি' বলে একের পর এক অবান্তর কথা বলতে শুরু করেন, সিদ্ধার্থ তার প্রতিবাদ করেনl আর যা নিয়ে, টুইটারে কেআরকে-র সঙ্গে সিদ্ধার্থের যুদ্ধটাও বেশ জমে উঠেছিলl কেআরকে-র প্রশ্ন থেকে প্রেমিকাকে উদ্ধার করতে যেন উঠেপড়ে লাগেন সিদ্ধার্থl
এমন বিষয় দেখে আলিয়া শুধু নন, সোশাল মিডিয়ার সাধারণ জনতাও বেশ পিঠ চাপড়েছিল সিদ্ধার্থেরl আর তা থেকেই বেশ স্পষ্ট হচ্ছিল যে, আলিয়ার সঙ্গে সিদ্ধার্থের প্রেমটা বেশ ভালই জমে উঠেছেl এবার সেই সিদ্ধার্থকেই যদি স্ক্রিনের বাইরে আলিয়াকে ছাড়া অন্য কারো সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখা যায়, তাহলে তো সমালোচকদের মুখ খুলবেইl আর এবার সেটাই হলো, সিদ্ধার্থের সঙ্গে 'হটি'-কে দেখা গেল বটে, কিন্তু, সেটা আলিয়াকে নয়l ক্যাটরিনা কাইফকেl
০২ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই