বুধবার, ০২ মার্চ, ২০১৬, ১০:৩৮:৫৪

ফোন করে কােহলিকে শুভেচ্ছা জানালেন আনুশকা!

ফোন করে কােহলিকে শুভেচ্ছা জানালেন আনুশকা!

বিনোদন ডেস্ক : বিরহ যে ইন্ডিয়ান ক্রিকেটের স্টাইল আইকনকে বেশ কাবু করেছে তার আন্দাজ পাওয়া যাচ্ছিল। তা আরও পরিষ্কার হলো ইন্ডিয়ান হাই কমিশলের অনুষ্ঠানে বিরাটের গলায় 'যো ওয়াদা কিয়া ও নিভানা পড়েগা' শোনার পর। বাকি সকলের মতো এই গানের 'মেসেজ' পৌঁছেছিল অানুশকার কানেও। আর তাতেই কি কাজ হলো?

ভারত-পাকিস্তান ম্যাচে ভারতের জয় ও বিরাটের দুর্দান্ত পারফরমেন্স দেখার পর আর নিজেকে আটকে রাখতে পারেন নি বলিউড ডিভা। ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হওয়ার পরই বিরটকে ফোন করে অভ্যর্থনা জানান। গানের এই 'এফেক্ট' কি তবে মিলনেরই ইঙ্গিত?
০২ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে