বিনোদন ডেস্ক : সম্প্রতি ক্রিকেট ব্যাট হাতে তুলে নিয়েছেন বলিউডের বিতর্কিত অভিনেত্রী সানি লিওন। আর এবার তিনি হাতে তুলে নিলেন কলম। তিনি নাকি এখন থেকে ছোট গল্প লিখবেন। অর্থাৎ, সানি লিওন এখন গল্পকার হতে চলেছেন।
শোনা গিয়েছিল অল্প কয়েকদিনের মধ্যেই তিনি শুরু করতে চলেছেন তার প্রযোজনা সংস্থা হ্যাঁ ঠিকই শুনেছেন, কোনও ছবির চরিত্রে নয়, বাস্তবে কলম ধরতে চলেছেন সানি। লিখবেন ছোট ছোট ১২ থেকে ১৫টি ছোট গল্প।
নিজের এই নতুন ভূমিকা সম্পর্কে ভীষণই উৎসাহী সানি, জানিয়েছেন তিনি লেখিকা হিসেবে তার ১০০ শতাংশ দেওয়ার চেষ্টা করবেন। সূত্রের তরফে দাবি করা হয়েছে কোনও এক ভারতীয় প্রকাশকের হয়ে বই লিখবেন সানি। ১২ থেকে ১৫টি ছোট গল্প প্রায় ২০০০ শব্দের মধ্যে হবে। বইটি লেখা শেষ হয়ে গেলে অনলাইনে পাওয়া যাবে। তবে প্রথমে দাবি করা হচ্ছিল সানির জীবন নিয়েই লেখা হবে এই ছোট গল্পগুলি। কিন্তু বাস্তবে ছবিগুলি প্রকাশকের দেওয়া বিষয় নিয়েই লিখবেন সানি।
৩ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন