বৃহস্পতিবার, ০৩ মার্চ, ২০১৬, ১১:৪৭:০৮

ভারতের আশা, এবার স্বচ্ছ হবেন সঞ্জয়

ভারতের আশা, এবার স্বচ্ছ হবেন সঞ্জয়

বিনোদন ডেস্ক : বলিউডের মুন্নাভাইখ্যাত সঞ্জয় দত্ত দীর্ঘদিন জেল খাটার পর সম্প্রতি মুক্তি পেয়েছেন। আদালত তাকে রেহাই দিয়েছেন অস্ত্র মামলা থেকে। তবে মুন্না ভাইয়ের জনপ্রিয়তা এখনও এতটুকু কমেনি। আর তা প্রমাণ হল জেল থেকে বেরোনোর পর।

রাজকুমার হিরানি থেকে শুরু করে শাহরুখ খান কিংবা আমির খান, বলিউডের সমস্ত তারকা পৌঁছে গিয়েছেন সঞ্জয়ের পালি হিলসের বাড়িতে। শুধুমাত্রই তার সঙ্গে দেখা করতে। এবার সেই জনপ্রিয় সঞ্জয় দত্তকে স্বচ্ছ ভারত অভিযানে সামিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাও আবার খোদ রাজধানী শহর দিল্লিতে।

দিল্লিতে স্বচ্ছ ভারত অভিযান এবং স্মার্ট সিটি গঠনের কাজে এবার ব্র্যান্ড অ্যামবাস্যাডার হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে সঞ্জয় দত্তকে। জানা যাচ্ছে, ইতিমধ্যেই নয়া দিল্লি পৌরসভা কর্তৃপক্ষ সঞ্জয় দত্তকে একটি চিঠি পাঠিয়েছে। আর ওই চিঠিতেই দিল্লিকে স্বচ্ছ রাখতে এবং স্বচ্ছ দিল্লির দেখভাল করতে মুন্নাভাইকে প্রধান মুখ হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে বলে খবর।

সঞ্জয় দত্ত বর্তমান যুব সমাজের কাছে একজন আদর্শ মানুষ। এবং, যুব সমাজের প্রতিনিধিও বটে। আর সেই কারণেই সঞ্জয়কে স্বচ্ছ দিল্লির প্রধান মুখ করার চিন্তা-ভাবনা করা হচ্ছে বলে ওই চিঠিতে জানিয়েছেন পৌরসভার চেয়ারম্যান নরেশ প্রধান।

এদিকে, দিল্লি পৌরসভা কর্তৃপক্ষের পক্ষ থেকে ওই চিঠি পাওয়ার পর পরই তার উত্তর দেন সঞ্জয়। জানান, দিল্লি পৌরসভার কাছ থেকে এমন সন্মান পেয়ে, আপ্লুত তিনি। এখন দেখা যাক, কবে থেকে শুরু হয়, সঞ্জয়ের স্বচ্ছ দিল্লি অভিযান।
৩ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে