বৃহস্পতিবার, ০৩ মার্চ, ২০১৬, ০২:২৯:৫২

রাতের শহরে পথ শিশুদের সঙ্গে সালমান

রাতের শহরে পথ শিশুদের সঙ্গে সালমান

বিনোদন ডেস্ক : বলিউড সুপারস্টার সালমান খানের মধ্যে যে একটা মানবিক গুণ রয়েছে তা অনেকেরই জানা। অনেকের কাছে অহংকারহীন একজন মানুষ তিনি। হাসি-খুশি সবার সাথেই মিশেন।

এই তো গতকাল রাতেই তাকে দেখে ছুটে এসেছিলেন একদল পথশিশু। তাদের দেখে একটুও ঘেন্না করেননি ভাইজান। বরং সবার সাথে বেশ খানিকটা সময় কাটালেন, গল্প করলেন এমনকি ছবিও তুলে রাখলেন।

জানা গেছে, ক’দিন দুবাই থেকে ছুটি কাটিয়ে গতকালকেই দেশে ফিরেছেন। আর ঘরে ফিরেই পরিবারসহ তিনি চলে গেলেন নিজের পছন্দের রেস্টুরেন্টে। গাড়ি থেকে নামতেই সালমানকে দেখে দৌড়ে এল কিছু পথশিশু। সবার হাতেই রঙিন বই, ফুল, চকোলেট বা কারো হাতে বেলুন।

এগুলো অবশ্য সালমান খানকে দেয়ার জন্য ছিল না। এগুলো বিক্রি করেই তারা অন্ন যোগায়। সালমান গাড়ি থেকে নেমে এলেন সেইসব অসহায় পথশিশুদের কাছে। বেশ খানিক সময়ও কাটালেন। কিনলেন ছেলে-মেয়েদের হাতে থাকা রঙিন বইপত্র, বেলুন। সবাইকে ডেকে এনে কথাও বললেন। কাউকে দিলেন পাঁচশো রুপি, আবার কাউকে বা এক হাজার রুপি!
৩ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে