বিনোদন ডেস্ক : বিরাট কোহলিকে ফিরিয়ে দিয়েছিলেন আনুশকা শর্মা। যেখান থেকে এই দুই ভুবনের দুই তারকার পথও আলাদা হয়ে যায়। খবর রটে তাদের বিচ্ছেদ চুড়ান্ত। তবে এশিয়া কাপ আসরে যেন তাদের অভিমাণের বরফ গলতে শুরু করেছে, আর তাই হয় তো বিরাটকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন আনুশকা।
এই ফোনে শুভেচ্ছা জানানোর পর থেকে বলিউডজুড়ে আলোচনা শুরু হয়েছে, হয় তো তারা দু’জন আবার এক হতে চলেছেন। তবে এই আলোচনাটা একেবারে উড়িয়ে দেয়ার নয়। কেন না, ফোনের পর এবার বিরাটকে সিক্রেট ম্যাসেজ দিয়েছেন আনুশকা!
এদিকে আনুশকাকে ফিরে পাওয়ার জন্য ক্রমাগত চেষ্টা চালিয়ে যাচ্ছেন বিরাট, সেই আনুশকাই এখন নিজ থেকে যোগাযোগ রক্ষা করছেন। এ যেন মেঘ না চাইতে বৃষ্টি। যার ফলে বিরাট কোহলিও এখন আছেন বেশ ফুরফুরে মেজাজে।
জানা গেছে, বিরাট ও আনুশকার ইন্সটাগ্রাম লক্ষ্য করলে দেখতে পাবেন, দু’জনেই প্রায় একই রকম সেলফি শেয়ার করেছেন। সেখানে কেউ কারও নাম না ধরলেও, স্পষ্ট বোঝা যাচ্ছে, দু’জন দু’জনকে চুপিচুপি ‘হেলো’ বলেছেন ৷বিরাটের সঙ্গে ব্রেকআপ হয়েছে, ওই গুঞ্জন ছড়ানোর পর থেকে সোশাল সাইটে বেশ চুপ করেই ছিলেন আনুশকা। কিন্তু, ভারত-পাকিস্তান ম্যাচের পরই আনুশকা আবার নতুন করে ‘স্টেটাস’ দিয়েছেন ৷
৩ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন