বিনোদন ডেস্ক : আশির দশকে কমল হাসান ও শ্রীদেবী অভিনীত ‘সাদমা’ ছবিটি রিমেক হতে চলেছে বলিউডে। আর এ রিমেক তৈরি করবেন নির্মাতা লয়েড বাপ্তিস্তা। ১৯৮৩ সালের নির্মাণ হওয়া সাদমা’ ছবিটি এতটাই জনপ্রিয়তা পায় যে, আজও তা ক্লাসিক ক্যাটাগরিতে রয়েছে।
এদিকে ‘সাদমা’ ছবিটির এই রিমেকে শ্রীদেবীর জায়গায় প্রথমে বিদ্যা বালানকে ভাবা হলেও তিনি এ ছবিতে কাজের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন। তবে এবার শোনা যাচ্ছে এ ছবির জন্য পাত্র ও পাত্রী দুজনকেই চুড়ান্ত করা হয়েছে। সূত্র বলছে, কমল হাসানের স্থানে রণবীর সিং ও শ্রীদেবীর স্থানে নেয়া হচ্ছে বলিউড বেগম কারিনা কাপুর খানকে। তবে এ বিষয়ে এখনও কোন পক্ষ থেকে নিশ্চয়তা পাওয়া যায়নি।
এদিকে সাম্প্রতিক এক সাক্ষাৎকারে বাপ্তিস্তা বলেছেন, ‘আমি এ কাজটি নিয়ে তাড়াহুড়া করতে চাচ্ছি না। কারণ, কমল হাসান ও শ্রীদেবীর জায়গায় অন্য কাউকে চিন্তা করা খুব একটা সহজ কাজ নয়। আমরা এ বিষয়ে কিছু চিন্তাভাবনা করেছি বটে, তবে এখনো কিছু চূড়ান্ত করিনি।’
৩ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন