বিনোদন ডেস্ক : বলিউডে সালমান খান আর প্রীতি জিনতা যে একে অপরের খুব ভালো বন্ধু সে কথা বলিউড জেনেছে অনেক আগেই। সম্প্রতি নিজের বিয়েটা চুপিচুপি সেরে ফেলেছেন প্রীতি। তবে রিসেপশন এখনও বাকী।
শোনা যাচ্ছে, খুব শিগগিরই প্রীতির রিসেপশন পার্টি অনুষ্ঠিত হবে। আর সেই পার্টির হোস্ট হবে সহালমান খান। আর সালমান খান হবেন-ই না কেন? কেন না, সালমান খান যে প্রীতির বেস্ট ফ্রেন্ড।
প্রীতির ঘনিষ্ঠসূত্র জানিয়েছে, আগামী এপ্রিলে রাজস্থানি স্টাইলে মুম্বাইতে গ্র্যান্ড পার্টি দেবেন প্রীতি। সেই রিসেপশনে অতিথি আপ্যায়নের দায়িত্বে থাকবেন সলমন খান।
আর আমন্ত্রিত অতিথির লিস্টে আছেন কে কে? হৃতিক রোশন, অভিষেক বচ্চন, আরবাজ খান, ববি দেওলের মতো প্রীতির ঘনিষ্ঠরা তো থাকবেনই। এ ছাড়াও থাকবেন বি-টাউনের তারকারা। তবে সেদিন প্রীতির হয়ে হোস্ট হবেন সল্লু মিঞা। ভাইজানের সঙ্গে নায়িকার বন্ধুত্বটা ‘বিশেষ’ কি না!
যদিও লস এঞ্জেলসে প্রীতির বিয়েতে হাজির ছিলেন সুজান খান, সুরিলি গোয়েল। সোশাল মিডিয়ায় সে ছবি শেয়ারও করেছিলেন সুজান। এ বার রিসেপশনের পালা।।
৩ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন