বিনোদন ডেস্ক : বলিউডের তারকা দম্পতি আরবাজ খান ও মালাইকা অরোরা খানের মধ্যে সম্পর্ক ভালো নেই। যতই তারা মুখে বলুক তাদের বিচ্ছেদের খবর গুজব! কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা। অর্থাৎ ভেতরে ভেতরে এরা দু’জন বিচ্ছেদের পথেই হাঁটছেন।
তবে ভাইয়ের সংসার যেন টিকে যায়। তাদের দাম্পত্য জীবনে যেন ইতি না হয়, সে জন্য এবার জোর চেষ্টা করছেন সালমান খান। তিনি সব ধরণের চেষ্টা করে যাচ্ছেন তার ভাই আরবাজ খানের সংসারটা টিকিয়ে রাখতে।
জানা গেছে, আরবাজ খান এবং মালাইকা অরোরা খানের সম্পর্ক বর্তমানে একেবারেই তলানিতে গিয়ে ঠেকেছে, সে বিষয়ে বলিউডে আর বিন্দুমাত্র সংশয় নেই। সম্প্রতি শ্যুটিংয়ে নিজেদের মধ্যে কথাও বলছেন না এই দম্পতি।
একটি রিয়্যালিটি শোয়ের শ্যুটিংয়ে এই সেলিব্রিটি দম্পতির মধ্যে দূরত্ব ধরা পড়েছে সকলের চোখেই। আশা ছাড়েননি শুধুমাত্র সালমান খান। সূত্রের খবর, এই সম্পর্ককে বাঁচাবার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন সালমান খান।
সম্প্রতি ভাবী মালাইকাকে ফোন করে দীর্ঘক্ষণ ধরে বুঝিয়েছেন সালমান খান। পাশাপাশি কথা বলেছেন মালাইকার বাবা-মায়ের সঙ্গেও। শোনা যাচ্ছে, সালমানের হস্তক্ষেপে কাজ হয়েছে অনেকটাই। আরবাজ ইতিমধ্যে নমনীয় হয়েছেন অনেকটাই। যদিও, মালাইকা এখনও তার নীরবতা ভাঙেননি।
৩ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন