বিনোদন ডেস্ক : বলিউড কিং শাহরুখের পুত্র আরিয়ান খানের সিক্স প্যাক অ্যাব থেকে অমিতাভ বচ্চনের নাতনির সঙ্গে পার্টির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে বরাবরই খবরের শিরোনামে। শাহরুখের ছেলে বলে কথা, যেকোনো ছবি পোস্ট করার সাথে সেথেই সোশ্যাল মিডিয়ায় তার ভক্তরা যেন হুমড়ি খেয়ে পড়ে। ফের তার পোস্ট করা এক ভিডিও সোশ্যাল মিডিয়ায় যেন রিতিমত ঝড় তুলল। আরিয়ানের একটি সমারসল্টের ভিডিওই এর কারণ।
আরিয়ান সম্প্রতি বন্ধুদের সঙ্গে ব্যাংককে গিয়েছিলেন ছুটি কাটাতে। সেখানেই বন্ধুদের সঙ্গে সমারসল্ট দেন। আর ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে’ আরিয়ানের সেই ভিডিও পোস্ট করার সঙ্গে সঙ্গেই তা নাকি ভাইরাল হয়ে গিয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, তার দুই বন্ধু একটি কাঠের টেবিল ধরে দাঁড়িয়ে রয়েছে। আর দূর থেকে ছুটে এসে ডিগবাজি দিচ্ছেন আরিয়ান।
আরিয়ানের ফ্যান ফলোয়িং দেখে এ কথা তো বলাই যায়, যেমন বাবা তার তেমনই ছেলে। শাহরুখের থেকেও যে কোনো অংশে কম যান না আরিয়ানের ফ্যানেরাই তো তা বলছে।
০৩ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই