বৃহস্পতিবার, ০৩ মার্চ, ২০১৬, ০৯:১০:১৮

একটি কারণে পাকিস্তান ছেড়ে ভারতের নাগরিকত্ব নিলেন আদনান সামি

একটি কারণে পাকিস্তান ছেড়ে ভারতের নাগরিকত্ব নিলেন আদনান সামি

বিনোদন ডেস্ক : জনপ্রিয় সঙ্গীত শিল্পী আদনান সামি মুলত পাকিস্তানের নাগরিক। কিন্তু তিনি কেন পাকিস্তান ছেড়ে ভারতের নাগরিকত্ব নিতে চেয়েছিলেন। এই কাথাটি হয়তো অনেকেরই জানা নেই। তবে এবার সে কথা জানালেন আদনান সামি নিজেই। পাকিস্তান ছেড়ে ভারতে থাকার কারণ ভারতের খাবার তার কাছে নাকি খুবই প্রিয়। আর সে কারণেই ছেড়ে দিলেন নিজের জন্মভূমি!

পাকিস্তান বংশোদ্ভূত আদনান সামির বেড়ে ওঠা ইংল্যান্ডে। পরবর্তিকালে পাকিস্তানের অভিনেত্রী জেবা বখতিয়ারকে বিয়ে করে ভারতে আসেন আদনান। জেবার সঙ্গে বিবাহ বিচ্ছেদ হলেও ভারত ছেড়ে যাননি সঙ্গীত শিল্পী আদনান সামি। বিশাল ওজন কমিয়ে এখন তিনি স্লিম-ফিগার তৈরি করেছেন। তাক লাগিয়ে দিয়েছেন তার ভক্তদের।

তবে অনেক বছর লড়ার পর কিছুদিন আগেই পেয়েছেন ভারতীয় নাগরিকত্ব। সেই উপলক্ষে এক সংবাদমাধ্যমকে প্রতিক্রিয়া দিতে গিয়ে আদনান জানিয়েছেন, যতগুলি কারণে ভারতকে তিনি ভালবাসেন, তার মধ্যে অন্যতম কারণ হল এখানকার খাবার। এই খাবার ছেড়ে অন্য দেশে তিনি বসবাস করতে নারাজ।
০৩ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে