বৃহস্পতিবার, ০৩ মার্চ, ২০১৬, ০৯:৪১:১২

কাতারে নিষিদ্ধ সানি লিওন!

কাতারে নিষিদ্ধ সানি লিওন!

বিনোদন ডেস্ক : বিতর্কিত একটি জগত থেকে উঠে এসে বলিউডে স্থান করে নিয়েছেন তিনি। এক কথায় বলা চলে বলিউডের প্রথম সারির তারকাদের সাথে এখন পাল্লা দিয়ে কাজ করে যাচ্ছেন তিনি। তার পাশা পশি লাইভ কনসার্টগুলোতে মাতিয়ে দিচ্ছেন দর্শকদের। এবার তেমনি একটি কনসার্টের আয়োজন করা হয়েছিল কাতারে। সানির আসবেন এমন কাথা শুনেই যেন হুড়হুড়ি পড়ে গিয়েছিল তার লাইভ কনসার্ট দেখার।

সানি মানেই দর্শকদের নজরে একটা বাড়তি চমক! আর তাই চোখের নিমেষে বিক্রি হয়ে গিয়েছিল ৭ হাজার টিকিট। চূড়ান্ত প্রস্তুতিও নেয়া হয়ে গিয়েছিল। কাতারে সানি লিওনের কনসার্ট ঘিরে তৈরি হয়েছিল এক প্রকারের বাড়তি উন্মাদনা। কিন্তু শেষ পর্যন্ত প্রশাসনের নির্দেশে আয়োজকরা এই কনসার্ট বাতিল করতে বাধ্য হলেন।

সানি লিওনের সঙ্গে এই অনুষ্ঠানে পারফম করার কথা ছিল কমেডিয়ান সুনীল পল, ডান্সার নির্মল তামাং ও পপ স্টার হিমল। সাড়ে ৩ ঘণ্টার এই শো হওয়ার কথা ছিল ইন্ড্রাস্ট্রিয়াল এরিয়া অ্যাভিনিউতে। হতাশ হয়ে আয়োজকরা বললেন, শুরুতে এই কনসার্ট করার অনুমতি দেয়া হয়েছিল, সেই মত শোয়ের প্রচারের কাজও শুরু হয়েছিল। কিন্তু তারপরই আয়োজকদের নাকি বলা হয় সানি লিওন থাকলে এই কনসার্টের জন্য কিছুতেই অনুমতি দেয়া হবে না।

মুলত সামাজিক কিছু বাধ্যবাধকতার কারণেই নাকি সানিকে অনুষ্ঠান করতে দেয়া হল না। সানি লিওন থাকার কারণেই এই কনসার্টটি নিষিদ্ধ করে দেয়া। কনসার্ট বাতিল হওয়ায় বড় আর্থিক ক্ষতির মুখে আয়োজকরা। যারা টিকিট কেটেছেন, তাদের সব অর্থ ফিরিয়ে দেয়া হবে বলে আয়োজকরা জানিয়েছেন।
০৩ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে