বিনোদন ডেস্ক : জেল থেকে মুক্তি পাওয়ার পর থেকেই বলিউড অভিনেতা সঞ্জয় দত্তকে নিয়ে বিভিন্ন মহলে উত্সাহের অন্ত নেই। জেল থেকে বাইরে পা রেখেই শুরু করে দিয়েছেন বায়োপিকের শ্যুটিং। তবে সাম্প্রতি এক তথ্যের ভিত্তিতে জানা যায়, তার ব্যস্ততা আরো খানিকটা বাড়তে চলেছে।
নয়া দিল্লির মিউনিসিপাল কাউন্সিল তাকে প্রস্তাব দিয়েছে স্মার্ট সিটি এবং স্বচ্ছ ভারত অভিযানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার জন্য। তার ট্যালেন্ট ম্যানেজমেন্ট এজেন্সি CAA KWAN জানিয়েছে এই প্রস্তাবের পক্ষে রয়েছে মুন্নাভাই। তবে এখনই এ বিষয়ে কোনো পাকাপাকি সিদ্ধান্ত নেননি তিনি।
২৬ ফেব্রুয়ারি মুক্তি পাওয়ার পরেই নয়া দিল্লির মিউনিসিপাল কাউন্সিলের চেয়ারম্যান নরেশ কুমার সঞ্জয় দত্তকে একটি চিঠি পাঠান। সঞ্জয় দত্তকে অনুরোধ করে তিনি লিখেছেন, 'আপনি এদেশের ইয়ুথ আইকন, খ্যাতনামা ব্যক্তি। স্মার্ট সিটি উদ্যোগ এবং স্বচ্ছ ভারত অভিযানে আপনাকে আমাদের পাশে পেলে বাধিত হব। আপনি জন সাধারণকে উদ্বুদ্ধ করতে পারবেন।'
CAA KWAN জানিয়েছে এই প্রস্তাবে খুশিই হয়েছেন সঞ্জয়। তবে এই প্রস্তাবে তিনি রাজি হবেন কি না, তা নির্ভর করছে সেই সময়ে তিনি ফ্রি আছেন কি না তার উপরে।
০৩ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই