বৃহস্পতিবার, ০৩ মার্চ, ২০১৬, ১১:৪৬:২৬

হাতে স্যালাইনের ড্রিপ, পরিচালকে চমকে দিলেন প্রিয়াঙ্কা!

হাতে স্যালাইনের ড্রিপ, পরিচালকে চমকে দিলেন প্রিয়াঙ্কা!

বিনোদন ডেস্ক : একসঙ্গে হলিউড-বলিউডের ক্যারিয়ার সামাল দিতে দিতে হঠাত্‍‌ অসুস্থ হয়ে পড়েন প্রিয়াঙ্কা চোপড়া। বাজিরাও মস্তানি, কোয়ান্টিকো এবং জয় গঙ্গাজল-এর শ্যুটিং করতে করতে এতটাই পরিশ্রান্ত হয়ে পড়েছিলেন যে শেষ পর্যন্ত স্যালাইন নিতে হয়েছে তাকে।

এক মহাদেশ থেকে অন্য মহাদেশ যাওয়া আসা করার ধকল এবং সেই সঙ্গে জেট ল্যাগের প্রভাব পড়েছে তার শরীরে। কিন্তু অসুস্থাতা তার কাজে প্রভাব ফেলতে পারেনি। কাজের প্রতি তার এতটাই নিষ্ঠা যে হাতে স্যালাইনের ড্রিপ লাগিয়েই তিনি শেষ করলেন জয় গঙ্গাজলের একটি অংশের ডাবিং।

ছবির পরিচালক প্রকাশ ঝা প্রিয়াঙ্কার চোপড়ার এই নিষ্ঠা দেখে খুবই মুগ্ধ। একটি সাক্ষাত্‍‌কারে তিনি বলেন, 'গত ৬ বছর ধরে প্রিয়াঙ্কার সঙ্গে কাজ করার কথা ভাবছি। আমার তো মনে হয়েছিল কোয়ান্টিকো আর বাজিরাও-এর মাঝে সময় দিতে পারবে না। কিন্তু প্রিয়াঙ্কাই জোর দিয়ে বলল ও আমার স্ক্রিপ্ট শুনবে। গল্পটা ওকে শোনানোর পরেই প্রিয়াঙ্কা জানায় আভা মাথুর ওই হবে। যে কোনো কাজেই প্রিয়াঙ্কা ওর ১০০ শতাংশ দেয়। নিষ্ঠা না থাকলে এভাবে কাজ করা যায় না।'
০৩ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে