শুক্রবার, ০৪ মার্চ, ২০১৬, ১২:০৩:৩৪

শেষ পর্যন্ত বডিগার্ডের কাছে হাত পেতে টাকা ধার নিতে হল সালমানকে!

শেষ পর্যন্ত বডিগার্ডের কাছে হাত পেতে টাকা ধার নিতে হল সালমানকে!

বিনোদন ডেস্ক : বলিউড একমাত্র ব্যাচেলর খান সালমানের কথা বলছি। শেষপর্যন্ত বডিগার্ডের কাছেই হাত পাততে হল ভাইজানকে! অনেকেই ভাবতে পারেন, ২০১৬ সালটি কি সালমানের খুব খারাপ যাচ্ছে? শোনেতেছি কিছুদিন পরে বিয়ে করতে যাচ্ছেন তিনি। এর আগেই অভাবে পড়ে গেলেন সালমান! আসলে ঘটনাটি তা নয়। মুলত রেস্তােরাঁয় থেকে খাবার খেয়ে বাহির হতে গিয়ে দেখেন ক্রেডিট কার্ড ছাড়া পকেটে নগদ কোনো টাকা নেই। আর তাই বডিগার্ডের কাছ থেকেই হাত পেতে টাকা ধার নিতে হল ভাইজানকে।

বিষয়টি শুনতে অবাক লাগলেও বাস্তবে এমনটাই হয়েছে। সম্প্রতি সালমান বান্দ্রার একটি রেস্তোরাঁয় খেতে গিয়েছিলেন। খাওয়া দাওয়া সেরে বাইরে বেরতেই তাকে ঘিরে ধরে বাচ্চারা। ছবি তোলা, অটোগ্রাফ নেওয়া তো ছিলই, বাচ্চারা তার কাছে বই কিনে দেয়ার আবদার করতেও শুরু করে। কিন্তু তিনি যে সালমান খান। নগদ টাকায় কি আর তার চলবে? তার কাছে শুধু ক্রেডিট কার্ড ছিল। তাই বাধ্য হয়েই তিনি বডিগার্ডের থেকে নগদ টাকা ধার নেন। প্রত্যেক শিশুর হাতে নগদ ৫০০ টাকা করে তুলে দেন তিনি।
০৩ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে