শুক্রবার, ০৪ মার্চ, ২০১৬, ১২:৪২:৩৭

চুপি চুপি বিয়ে করলেন আরেক বলিউড নায়িকা

চুপি চুপি বিয়ে করলেন আরেক বলিউড নায়িকা

বিনোদন ডেস্ক : বলিউডে এখন চলছে বিয়ের মরসুম। প্রীতি জিনটার পর বিয়ে করলেন আরও এক বলিউডি নায়িকা। ‘প্রীটি’ উওম্যানের মতোই চুপি চুপি বিয়ে করলেন রঙ্গিলা গার্ল ঊর্মিলা মাতন্ডকর। বৃহস্পতিবার মহসিন আখতার মীর নামে এক কাশ্মীরি ব্যবসায়ীকে বিয়ে করেন ঊর্মিলা।

বিয়েতে শুধুমাত্র বন্ধু-বান্ধব এবং পরিবারের লোকেরাই উপস্থিত ছিলেন। ডিজাইনার মণীশ মলহোত্রা ছাড়া বি-টাউনের আর কেউ এই বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না।

সদ্য-বিবাহিতা এই নায়িকা বলেন, “আমরা দু’জনেই চেয়েছিলাম বিয়েটা শুধুমাত্র পরিবারের লোকেদের মধ্যেই সীমাবদ্ধ রাখতে।” শুভাকাঙ্খীদের শুভেচ্ছা চেয়েছেন রঙ্গিলা, সত্যা, প্যার তুনে ক্যায়া কিয়ার নায়িকা। হিন্দু মতে বৃহস্পতিবার মুম্বাইয়ে ঊর্মিলার বাড়িতে বিয়ের অনুষ্ঠান হয়।

দিন দু’য়েক আগেই চুপিচুপি বয়ফ্রেন্ড জেনে গুডএনাফকে বিয়ে করেন প্রীতি জিনটা। লস এঞ্জেলেসে হয় এই লো প্রোফাইল বিয়ে।
৪ মার্চ, ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে