বিনোদন ডেস্ক : পুরো নাম, প্রিয় বাসুদেব মণি আইয়ার সংক্ষেপে প্রিয়মণি। প্রিয়মণি হলেন বিদ্যা বালানের অন্যতম তুতো বোন। ভারতীয় দক্ষিণে সিনেমার দিন দিন কদর বাড়ছে। সাথে সাথে বাড়ছে অভিনেতা-অভিনেত্রীদের কদরও। তেমনই একজন অভিনেত্রী প্রিয়মণি।
একযুগ ধরে দক্ষিণের ছবিতে চুটিয়ে অভিনয় করছেন প্রিয়মণি। ১৩ বছর হয়ে গেল অভিনয় করছেন। নাগাড়ে এত দিন ধরে কোনও দক্ষিণ ভারতীয় অভিনেত্রী এমন দাপট দেখাতে পারেননি। যেটা দেখিয়ে যাচ্ছেন প্রিয়মণি।
শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় পুরস্কার-সহ একাধিক পুরস্কার এবং সম্মান পেয়েছেন প্রিয়মণি। ‘‘চেন্নাই এক্সপ্রেস’’-এর সেই আইটেম নাম্বার মনে আছে? ‘‘ওয়ান টু থ্রি ফোর...’’ শাহরুখের সঙ্গে নেচেছিলেন প্রিয়মণি। ‘‘রাবণ’’, ‘‘রক্তচরিত্র ২’’ এবং ‘‘চেন্নাই এক্সপ্রেস’’-এর মতো হিন্দি ছবিতে দেখা গিয়েছে প্রিয়মণিকে। তামিল, তেলুগু, কন্নড়, মালায়লম-সহ হিন্দি ছবিতেও তাকে দেখা গিয়েছে।
৪ মার্চ, ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস