বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী সাবেক বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়া রাইয়ের বয়স এখন ৪২। তাতে কি? এখনও তিনি পর্দায় সমানভাবে মুগ্ধ করে থাকেন দর্শকদের।
অথচ অবাক করার কাণ্ড হচ্ছে, সেই ঐশ্বরিয়া রাইকে নাকি ‘বুড়ি’ বলে সম্বোধন করেছেন এক ভক্ত! দিল্লির লালকেল্লাতে তার পরবর্তী ছবি ‘সরবজিত’ এর শুটিং করছিলেন। আর সেখানেই এই ঘটেছে এই ঘটনা।
জানা গেছে, ঐশ্বরিয়া শুটিং করছেন জানতে পেরে তার বহু ভক্ত এসে জড়ো হন লালকেল্লাতে। কিন্তু শেষমেশ তাকে দেখে বেশ হতাশ হন উপস্থিত জনতা। কারণ সাদা চুল‚ কুঁচকে যাওয়া চামড়া আর মোটা ফ্রেমের চশমা চোখে একেবারেই অন্যরকম লাগছিল তাকে। তখনই একজন ভিড়ের মধ্যে থেকে বলে ওঠেন ‘আরে, ঐশ্বর্য এমন বুড়ি হয়ে গেছে কেন?’
এই উক্তি ঐশ্বরিয়া নিজেও শুনেছেন। কিন্তু তিনি তা প্রশংসা হিসেবেই নিয়েছেন। কারণ, সব অভিনেতারাই চান, নিজের চরিত্রের সঙ্গে মিশে যেতে।
ওই মন্তব্য শুনে মেক আপ আর্টিস্টকে সবার সামনে প্রশংসাও করেছেন ঐশ্বরিয়া, তাকে একজন মধ্যবয়সী মহিলার রূপ দেওয়ার জন্য।
৪ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন