শুক্রবার, ০৪ মার্চ, ২০১৬, ১১:৩৯:৩৬

আবারও আসছে সেই ম্যাডাম ফুলি

আবারও আসছে সেই ম্যাডাম ফুলি

বিনোদন ডেস্ক : ‘ম্যাডাম ফুলি’ নিয়ে পর্দায় আসছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত ম্যাডাম ফুলিখ্যাত অভিনেত্রী সিমলা। তবে এবারে ছবির নাম হতে যাচ্ছে, ‘ম্যাডাম ফুলি-টু’। এটি ১৬ বছর আগে নির্মিত ‘ম্যাডাম ফুলি’র সিক্যুয়াল।

ছবিটি নির্মাণ করবেন নির্মাতা আশিকুর রহমান। এর আগে ‘ম্যাডাম ফুলি’ নির্মাণ করেছিলেন গুণী নির্মাতা শহীদুল ইসলাম খোকন। তিনি অসুস্থ থা্কায় নির্মাতা পরিবর্তন ঘটেছে।

এদিকে সিমলা এ ছিবেত অভিনয়ের জন্য গত বছরের ৫ জুলাই চুক্তিবদ্ধ হয়েছেন। চলতি বছরের মার্চের মধ্যেই এ ছবির শুটিং শুরু করা হবে বলে নির্মাতা সূত্রে জানা যায়।

সিমলা জানান, 'ম্যাডাম ফুলি-টু সিনেমার কাজের পর আপাতত অন্য কোনো চলচ্চিত্রে কাজ করব না। তাই এখন নতুন ছবিতে চুক্তিবদ্ধ হচ্ছি না। তবে যে সিনেমার কাজ এখন চলছে, সেগুলো শেষ করব।'

এদিকে, সিমলা অভিনীত 'নিষিদ্ধ প্রেমের গল্প' শীর্ষক ছবিটির সব কাজ সম্পন্ন করে মুক্তির অপেক্ষায় আছে। রুবেল আনুশ পরিচালিত এ ছবিতে সিমলার বিপরীতে অভিনয় করেছেন 'ঘেটুপুত্র কমলা' খ্যাত শিশুশিল্পী মামুন। এ ছাড়া রশিদ পলাশের 'নাইওর' শীর্ষক ছবিটির প্রায় সব কাজ সম্পন্ন হয়েছে। এ ছবিতে তার বিপরীতে রয়েছেন জনপ্রিয় অভিনতো আনিসুর রহমান মিলন।
৪ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে