শুক্রবার, ০৪ মার্চ, ২০১৬, ১২:১৭:০৩

হৃত্বিকের সঙ্গে ভালোবাসার সম্পর্ক নিয়ে নার্ভাস ইয়ামি

হৃত্বিকের সঙ্গে ভালোবাসার সম্পর্ক নিয়ে নার্ভাস ইয়ামি

বিনোদন ডেস্ক : যে ইয়ামি গৌতম ভালোবাসার ফাঁদে সবাইকে বাঁধতে পারেন, সেই ইয়ামি গৌতমই নাকি হৃত্বিকের সঙ্গে ভালোবাসার সম্পর্ক নিয়ে নজার্ভাস! হৃত্বিকের কথা নাকি মনে হলেই তার সব কথা বন্ধ হয়ে যাচ্ছে!

অথচ অনর্গল বকবকানির জন্য ইয়ামি সকলের কাছে প্রিয়, সেসব কিছুই নাকি তিনি করতে পারেন না হৃত্বিকের কথা শুনলে। হৃত্বিকের সঙ্গী হবেন অথচ নাচ হবে না তা কি হয়? সেখানেও কি করবেন বুঝতে পারছে না ইয়ামি।

আসলে ইয়ামি গৌতমের এসব কথাই তার ও হৃত্বিককে জুটি করে শ্যুটিং শুরু হতে চলা ছবি ‘কাবিল’ নিয়ে। ইয়মির মতে, হৃত্বিকের সঙ্গে এই ছবি করার অফার যখন আসে তখন তিনি এক্কেবারে বাকরুদ্ধ হয়ে গিয়েছিলেন। খুব শিগগিরই শুরু হচ্ছে পরিচালক সঞ্জয় গুপ্তর ‘কাবিল’ ছবির শ্যুটিং।
৪ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে