শুক্রবার, ০৪ মার্চ, ২০১৬, ১২:৩৪:১৭

বিচ্ছেদ নিয়ে যা বললেন ক্যাটরিনা

বিচ্ছেদ নিয়ে যা বললেন ক্যাটরিনা

বিনোদন ডেস্ক : ক্যাটরিনা বলেছেন, যতদিন বিয়ে না করছি, ততদিন সিঙ্গেল আছি। আর এ কথা তিনি বললেন গণমাধ্যমের সামনে। রণবীরের সাথে বিচ্ছেদের পর এবারই প্রথম তিনি প্রথ কথা বললেন গণমাধ্যমের সামনে।

তবে মুখ খুললেছেন তিনি কিছুটা নরম-গরমে। বলিউড সুন্দরীর সাফ কথা অতীতে রণবীরের সঙ্গে সম্পর্ক নিয়ে কোনও কথা বলেননি, তাই এখন এই নিয়ে তিনি মন্তব্য করতে চান না।

ক্যাটরিনা প্রশ্ন তুলে বলেন, তিনি চান না ব্যক্তিগত জীবন নিয়ে টেলিভিশন চ্যানেলগুলি হেডলাইন করুক আর টিআরপি বারাক। এমনকী, যাকে জড়িয়ে এত কথা সেও কিছু বলছে না, তাহলে সংবাদমাধ্যমের এত আগ্রহ কেন?

রাগত ক্যাটরিনার অভিযোগ, মিডিয়ার একটা অংশ সবসময় তার ব্যক্তিগত জীবন ও পেশাগত জীবনকে মিশিয়ে ফেলেছে, এটা উচিত নয়। হাসিমুখে তাঁর জবাব, ‘যতদিন বিয়ে করছি না, ততদিন আমি সিঙ্গল’।
৪ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে