শুক্রবার, ০৪ মার্চ, ২০১৬, ১২:৫২:১০

প্রকাশ পেলো সংগীত শিল্পী নির্ঝর ও প্রিন্স মামুনের 'অবুঝ চোঁখ'

প্রকাশ পেলো সংগীত শিল্পী নির্ঝর ও প্রিন্স মামুনের 'অবুঝ চোঁখ'

বিনোদন ডেস্ক: সম্প্রতি ভালবাসা দিবসে প্রকাশ পেলো জনপ্রিয় সংগীত শিল্পী নির্ঝর ও প্রিন্স মামুনের রোমান্টিক গান 'অবুঝ চোঁখ'।জিসান মাল্টিমিডিয়ার ব্যানারে 'তোমার আলোয়' নামক মিশ্র অ্যালবামে প্রকাশ পায় তাদের এই রোমান্টিক গানটি।গানটি লিখেছেন, গীতিকার  তারেক আনন্দ, সুর ও সংগীত করেছেন রেজওয়ান শেখ।

গান প্রসঙ্গে নির্ঝর বলেন, গানের কথা, সুর চমৎকার। প্রিন্স মামুনের গায়কীও ভাল।আশা করি সবার ভাল লাগবে।

প্রিন্স মামুন বলেন,আমার সব মিশ্র অ্যালবামের মধ্যে এই অ্যালবামের 'অবুঝ চোঁখ' গানটি অন্যরকম , নির্ঝর আপা গেয়েছেনও চমৎকার...আমিও চেষ্টা করেছি ভাল করার, আশা করি শ্রোতারা শুনে আনন্দ পাবেন।

উল্লেখ্য, প্রথমবারের মত কোন মিশ্র গানে কন্ঠ দিলেন নির্ঝর এবং প্রিন্স মামুন।শীঘ্রই গানটির মিউজিক ভিডিও তৈরী হবে বলে জানান প্রিন্স মামুন।
৪ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে