শুক্রবার, ০৪ মার্চ, ২০১৬, ০৮:৩৫:২৯

আমাকে 'আরব সন্ত্রাসী' ডাকা হলো : প্রিয়াঙ্কা

আমাকে 'আরব সন্ত্রাসী' ডাকা হলো : প্রিয়াঙ্কা

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া তার কৈশোর জীবনের অনেকটা সময় কাটিয়েঠেন মার্কিন যুক্তরাষ্ট্রে। তখন তার গায়ের রঙের জন্য স্কুলে বর্ণবাদের শিকার হন। আর সে কারণেই আমেরিকা থেকে ভারতে পাড়ি জমান প্রিয়াঙ্কা। বলিউড পাড়ার দর্শকদের মন জয় করে সম্প্রতি পাড়া দিয়েছেন হলিউডে। সে খানে মার্কিন একটি টিভি সিরিয়াল 'কোয়ান্টিকো'য় অভিনয় করেন তিনি। এরই সুবাদে মার্কিন বিনোদন জগতে পরিচিত মুখ হয়ে উঠেন প্রিয়াঙ্কা চোপড়া। কিন্তু তার পরও যেন বর্ণ বৈষম্য তার পিছু ছাড়েন!

সম্প্রতি ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানকে দেয়া এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা চোপড়া বললেন, তার গায়ের রঙ একটু কালো বা বাদামী হওয়ার কারণে তাকে অনেক ধরণের কাথা শুনতে হয়েছে। এমনকি তাকে নাকি 'আরব সন্ত্রাসী' নামেও ডাকা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতের ফুটবল আসরে ফেইথ হিলের পরিবর্তে তার গান বাজানোর পর এই ঘটনাটি ঘটে।

প্রিয়াঙ্কা বলেন, 'ফেইথ হিল এমন যাকে এক কথায় বলা চলে সব দিক থেকেই তিনি একজন মার্কিনী, তার জায়গায় হঠাৎ করেই আমার মতো একটা বাদামী বর্ণের মেয়ের গান বাজানো হলো। আর একারণেই এনএফএল-এর কাছে অসংখ্য ইমেইল এসেছে। যে মেইলগুলোতে আমাকে কটাক্ষ করে এমন ভাবে বলা হয়েছে, ‘এই আরব সন্ত্রাসীটা কে?' এবং আমাকেও এ ধরণের এসব কথা নিরভে সহ্য করে যেতে হয়েছে।'

প্রিয়াঙ্কা আরো বলেন, 'বর্তমান সময়ের মানুষেরাও এমন আদিম মানুষের মনোভাব নিয়ে বেঁচে আছে। তবে আর যাই হোক বিষয়টা আমার কাছে একটু হাস্যকরই মনে হয়েছে। কিন্তু আমিও থেকে নেই এ বিষয়ে তাদের দৃষ্টি আকর্ষণ করলাম। আমি প্রশ্ন করলাম, 'তোমাদের দেশে প্রত্যেক আরবকে কেন সন্ত্রাসী বলা হয়ে থাকে? আর আমার গায়ের রঙ বাদামী হওয়ার কারণেই কি আমাকে আরব সন্ত্রাসী হিসেবে ডাকা হচ্ছে?'

উল্লেখ্য, ২০০০ সালে প্রিয়াঙ্কা চোটড়া মিস ওয়ার্ল্ড উপাধি লাভ করেন। ২০০২ সালে তামিল ঠামিজান চলচ্চিত্রের মাধ্যমে তার বলিউডে অভিষেক হয়। হিন্দি চলচ্চিত্রে তিনি সানি দেওয়ালের বিপরীতে দ্য হিরো ছবির মাধ্যমে যাত্রা শুরু করেন। ২০০৪ সালে আন্দাজ ছবির জন্য তিনি সেরা নবাগতা নায়িকা হিসেবে ফিল্মফেয়ার পুরস্কার লাভ করেন। ২০০৮ সালে তিনি 'ফ্যাশন' ছবির জন্য 'সেরা অভিনেত্রী' হিসেবে জাতীয় পুরস্কার লাভ করেন।

যখন তিনি যুক্তরাষ্ট্রের আইওয়া রাজ্যে নিজের কৈশোর অতিবাহিত করেন। তখান প্রিয়াঙ্কাকে স্কুলে ডাকা হতো 'ব্রাউনি' এবং 'কারি' নামে। এসব পচা নামের ব্যঙ্গ কথা সইতে না পেরেই ভারতের মাটিতে ফিরে আসেন এই বিশ্ব সুন্দরী।
০৩ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে