বিনোদন ডেস্ক : জন্মদিনে কত উপহারই তো সবাই পেয়ে থাকেন। তবে নিজের জন্মদিনে নিজেকেই উপহার দেয় বিষয়টি সত্যি অন্যরকম! তবে সচাইলে সবাই এ কাজটি করতে পারেন। আলিয়ার মতো এত বড় কিছু না নিলেও ছোট খাটো কিছু নিয়ে নিজেই শুভেচ্ছা জানাতে পারেন। বলিউড অভিনেত্রী আলিয়া ভাট্ট চলতি মাসের ২৩ বছরে পা দিতে যাচ্ছেন। আর এই সুবাদে নিজেই নিজেকে একটি আস্ত বাড়ি উপহার নিলেন!
না, ভুল শোনেন নি। চলতি মাসের ১৫ তারিখ ২৩ বছর পূন্য করতে যাচ্ছেন বলিউডের এই সুন্দরী। আর তাই নিজের আসন্ন জন্মদিনে নিজেকে একটা বিশাল বাড়ি উপহার দিতে চলেছেন আলিয়া ভাট্ট। বাবা-মায়ের বাড়ি থেকে সামান্য দূরে নিজের জন্য ছোট কিন্তু বিলাসবহুল একটি বাড়ি তৈরি করে ফেললেন আলিয়া।
‘হাইওয়ে’ তারকার বাড়ির অন্দরমহল সাজিয়েছেন রিচা বহল। রেট্রোলুকে সেজে উঠেছে বলিউড সুন্দরী আলিয়ার বাড়ি।
ভোগ ম্যাগাজিনের কভারে নিজেদের সিজলিং কেমিস্ট্রি দেখিয়ে কয়েক দিন ধরেই পেজ থ্রির হেডলাইনে সিদ্ধার্থ মলহোত্র আর আলিয়া। ১৮ মার্চ মুক্তি পাচ্ছে মহেশ ভট্টের কনিষ্ঠ কন্যার নতুন সিনেমা ‘কাপুর অ্যান্ড সন্স’। তার মধ্যেই নতুন বাড়ি প্রাপ্তি। নাহ, আলিয়ার সময়টা এখন বেশ ভালই যাচ্ছে।
০৩ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই